৫ম ব্যাচ
রেকর্ড সময়ের মধ্যে একজন প্রফেশনাল ফুল স্ট্যাক রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপার হয়ে জব হান্টিং এবং ক্যারিয়ারে এগিয়ে থাকুন
বাংলা ভাষার প্রথম, মোস্ট কমপ্লিট , ফুল স্ট্যাক লাইভ রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বুটক্যাম্পের সাথে বিগিনার টু অ্যাডভান্স সব কনসেপ্ট শিখে হয়ে উঠুন একজন অসাধারন রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপার ।
৫ম ব্যাচের রেজিস্ট্রেশন চলছে
রিঅ্যাক্ট জেএস: টুলস ফর ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট
রিঅ্যাক্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রন্টএন্ড জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, যা দিয়ে খুব সহজে দ্রুতগতির এবং স্কেলেবল ইউজার ইন্টারফেস তৈরি করা যায়। এইচটিএমএল, সিএসএস, এবং ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ব্যবহারের জটিলতা এড়িয়ে, রিঅ্যাক্ট ব্যবহার করে আপনি জটিল অ্যাপ্লিকেশন সহজে এবং অল্প সময়ে ডেভেলপ করতে পারবেন।
রিঅ্যাক্টের কম্পোনেন্ট-ভিত্তিক আর্কিটেকচারের কারণে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে ছোট ছোট রিইউজেবল কম্পোনেন্ট তৈরি করা যায়। ফলে পুরো অ্যাপ্লিকেশন নিয়ে জটিল চিন্তা করার প্রয়োজন হয় না। Facebook, Instagram, Netflix-এর মতো কোম্পানিগুলো তাদের প্রডাকশনে রিঅ্যাক্ট ব্যবহার করছে, যা এই লাইব্রেরির গ্রহণযোগ্যতা প্রমাণ করে।
নেক্সট জেএস: রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের পরবর্তী ধাপ
নেক্সট জেএস হচ্ছে রিঅ্যাক্টের ওপর ভিত্তি করে তৈরি একটি ফ্রেমওয়ার্ক, যা এসএসআর (Server-Side Rendering) এবং এস এস জিএন (Static Generation) এর সুবিধা দেয়। এটি আপনার রিয়াল-টাইম অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স ইম্প্রুভ করে এবং SEO ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন তৈরি করতে সহায়তা করে।
নেক্সট জেএস ব্যবহার করে আপনি রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন যেমন ব্লগিং প্ল্যাটফর্ম, ই-কমার্স সাইট, এবং ড্যাশবোর্ড তৈরি করতে পারবেন। এছাড়া এটি ফিচার-সমৃদ্ধ এবং স্কেলেবল অ্যাপ্লিকেশন তৈরি করতে একইসাথে ব্যাকএন্ড এবং ফ্রন্টএন্ড এপ্লিকেশন ডেভলপ করার সুবিধা প্রদান করে।
রিয়েল ওয়ার্ল্ডে রিঅ্যাক্ট ডেভেলপমেন্ট ইজ নট ইজি !
লেটস ফেইস ইট । অনেকেই বিভিন্ন রেন্ডম আনলাইন রিসোর্স ফলো করে, ভিডিও দেখে বিভিন্ন জিনিসপত্র শিখেন। দেখার সময় সবকিছুই বুঝতে পারেন । মনে করেন অনেক কিছু শিখেছেন অথবা কোর্সের সাথে সাথে কিছু ডেমো প্রজেক্ট করে ভাবেন রিয়েল ওয়ার্ল্ডে খুব ভালো কিছু করতে পারবেন । কিন্তু বাস্তবে যখন রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লিকেশন ডেভেলেপমেন্ট করতে যান তখন কাস্টম প্রজেক্ট বানাতে পারেন না, সত্যিকার অর্থে যা শিখছেন আগামাথা খুজে পান না । সত্যিকার অর্থে শিখাটা ইফেক্টিভ হয়না ।
সত্যিকার অর্থে যখন আমরা কোনো চ্যালেঞ্জ ফেইস করি তখনই আমরা শিখি, অ্যাক্টিভ লার্নিং হয় । এই বুটক্যাম্পে প্রথমে আমরা কোন একটা টপিকস এর ওপরে একটা প্রজেক্ট করব, পরবর্তীতে সেই টপিকস এর ওপরে আপনি একই রকম আরেকটা চ্যালেঞ্জ প্রজেক্ট করবেন । তাহলে সেই টপিকটা নিয়ে আপনার ক্লিয়ার ধারনা হয়ে যাবে এবং রিয়েল ওয়ার্ল্ডে এ কাজে লাগাতে পারবেন । আপনি যদি সাকসেসফুলি এই বুটক্যাম্পটা কমপ্লিট করে থাকেন তাহলে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডেভলপমেন্টে আপনার কোন সমস্যা থাকবে না এটা নির্দ্বিধায় বলা যায়।
আপনারা এই প্রোগ্রাম কে রিঅ্যাক্টের একটা কমপ্লিট গাইডলাইন প্রোগ্রাম এর সাথে তুলনা করতে পারেন, এই প্রোগ্রামে আপনি অল্প সময়ে সর্বোচ্চ বিষয় ইফেক্টিভলি এবং প্র্যাক্টিক্যালি প্রজেক্ট করে শিখতে পারবেন ।
এটি শুধুমাত্র একটি কোর্স নয়, এটি একটি সম্পূর্ণ গাইড যা আপনাকে একজন দক্ষ ফুলস্ট্যাক ডেভেলপার হয়ে উঠতে সহায়তা করবে।
- রিয়েল-টাইম প্রজেক্ট: ১০+ প্রাকটিক্যাল প্রজেক্ট ডেভেলপমেন্ট।
- ইন্টারেক্টিভ লার্নিং: লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড রিসোর্স।
- চ্যালেঞ্জ প্রজেক্ট: প্রতিটি টপিকসের উপর আলাদা চ্যালেঞ্জ প্রজেক্ট।
- ব্যাকএন্ড সমাধান: ফায়ারবেস ব্যবহার করে ফুলস্ট্যাক ডেভেলপমেন্ট শেখা।
- নেক্সট জেএস ইন্টিগ্রেশন: এসএসআর এবং এস এস জি (SSG) কনসেপ্টে দক্ষতা অর্জন।
এটা কোন রেগুলার কোর্স না যেখানে আপনাকে শুধুমাত্র ভিডিও দিয়ে দেওয়া হবে অথবা অথবা গতানুগতিক লাইভ কোর্স না যেখানে শুধুমাত্র লাইভ কিংবা রেকর্ডেড কিছু ক্লাস নিয়ে দায়িত্ব শেষ করে দেওয়া হবে, এটা একটা কমপ্লিট প্রোগ্রাম । এই প্রোগ্রাম আপনি সব ব্যাপারগুলো একসাথে পাবেন । সাথে সাথে কোডিং চ্যালঞ্জ , প্রজেক্ট চ্যালেঞ্জ, আর্টিকেল রিডিং সমান গুরুত্ব পাবে ।
শুধুমাত্র কোর্সের ব্যাপার গুলোই না ,এর বাহিরে কিভাবে নতুন জিনিস শিখতে হবে,ডকুমেন্টেশন পড়তে হয় অভ্যস্ত হয়ে যাবেন ।
১
প্রতিদিন রাত ১১ টার মধ্যে গুগোল শিট আপডেট হয়ে যাবে। আপনার দায়িত্ব হবে গুগোল শিট দেখে পরবর্তী দিনের যেই টাস্ক দেওয়া হয়েছে সেটা কিভাবে শেষ করবেন এটা নিয়ে একটা প্রোপার প্লানিং করে ফেলা । প্রতিদিনের টাস্ক কমপ্লিট করতে স্বাভাবিকভাবে ২ থেকে ৩ ঘন্টা সময় লাগতে পারে ।
২
প্রতিদিনের টাস্কের মধ্যে ভিডিও, আর্টিকেল, প্র্যাকটিস প্রজেক্ট এগুলো ইনক্লুডেড থাকবে । প্রতিদিনের টাস্ক যথাসময়ে কমপ্লিট করা এবং বুটক্যাম্প এর সাথে লেগে থাকাই হবে আপনার প্রধান উদ্দেশ্য ।
৩
প্রতিদিনের টাস্ক কমপ্লিট করে নিদিষ্ট সময়ের মধ্য গুগল শিটে আপডেট করতে হবে। তারপরে গুগল শিট লক হয়ে যাবে , তার পরে সেই দিনের টাস্ক সাবমিট করা যাবে না ।
আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দিনের টাস্ক সাবমিট না করলে, আপনার সেই দিনের টাস্ক রিভিউ করা সম্ভব হবে না।
৪
প্রতিদিনের টাস্ক কমপ্লিট করার সময় আপনি যে সমস্যায় পড়বেন সেটা নোট ডাউন করে রাখবেন, প্রয়োজনে গুগল ইউটিউবে কিছুটা রিসার্চ করে নিবেন। আপনার প্রবলেমের সলিউশন খুঁজে না পেলে সাপোর্ট, মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন করে তৎক্ষণাৎ উত্তর জেনে নিতে পারবেন ।
৫
মেসেঞ্জারে, চ্যাটে যেসব প্রশ্নের উত্তর দিয়ে বুঝানো সম্ভব হবে না ,অথবা আপনি বুঝতে পারবেন না প্রয়োজনে সেই ক্ষেত্রে লাইভ সাপোর্ট কলে জয়েন করে, লাইভে প্রশ্ন করে আপনার প্রশ্নের উত্তর জেনে নিতে পারবেন এবং প্রবলেম সলভ করে নিতে পারবেন ।
৬
প্রতিদিনের টাস্ক যথাসময়ে কমপ্লিট করা এবং বুটক্যাম্প এর সাথে লেগে থাকাই হবে আপনার প্রধান উদ্দেশ্য । আপনি বুটক্যাম্প সাথে লেগে থাকলে, বুটক্যাম্পের ডিরেকশন ফলো করলে প্রোগ্রেস এমনিতেই হয়ে যাবে , যেটা আপনি বুটক্যাম্প শেষে ফিল করতে পারবেন ।
৭
এই বুটক্যাম্প চলাকালীন অনেকগুলো চ্যালেঞ্জ প্রজেক্ট থাকবে ,যেগুলা কমপ্লিট করতে স্বাভাবিকভাবে অন্যান্য দিনের থেকে একটু বেশি সময় লাগবে । আপনি যদি বুটক্যাম্প সঠিকভাবে ফলো করে থাকেন তাহলে প্রজেক্ট ডেভলপমেন্ট এর পার্টে খুব বেশি একটা বেগ পেতে হবে না ।
৮
প্রয়োজনীয় সাপোর্ট, লাইভ সাপোর্ট কল। রেকর্ডেড ভিডিও রিসোর্স ছাড়াও সাপ্তাহিক কমপক্ষে ১ দিন লাইভ রিভিও ক্লাস হবে । প্রয়োজনে এক্সটা লাইভ ক্লাস হবে । রিভিউ ক্লাসের ডিউরেশন ২-৩ ঘণ্টা স্থায়ী হবে । আপনারা লাইভে উপস্থিত থেকে কনসেপ্ট গুলোকে ঝালাই করে নিবেন ।প্রশ্ন, কনফিউশন থাকলে ক্লিয়ার করে নিবেন । সাথে সাথে প্রতিদিন প্রয়োজনীয় লাইভ সাপোর্ট কল অথবা সাপোর্ট সেশন তো থাকছেই ।
9
এই বুটক্যাম্প এর স্থায়িত্বকাল টোটাল তিন মাস । প্রথম দুই মাসে আপনি এই প্রোগ্রামে একবারে জিরো থেকে স্টেপ বাই স্টেপ রিঅ্যাক্ট, রিডাক্স, স্ট্রাপি ব্যবহার করে ফুলস্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা শিখবেন , সাথে সাথে আপনি কাস্টম প্রজেক্ট ডেভেলপ করবেন , বই/আর্টিকেল পড়বেন । ১০+ প্রাক্টিক্যাল প্রজেক্ট ডেভলপ করবেন । প্রজেক্ট চ্যালেঞ্জ, কোডিং চ্যালেঞ্জ সলভ করবেন । প্রতিটি স্টেপে আপনাকে কন্টিনিউয়াসলি মনিটর করা হবে, মেন্টরিং করা হবে । মোটকথা এই প্রোগ্রাম শেষে এটা গ্যারান্টেড যে এই প্রোগ্রামের ইন্সট্রাকশন ফলো করলে একজন কনফিডেন্ট ফুলস্ট্যাক রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপার হয়ে উঠবেন । পরবর্তী এক মাস আপনি আপনার নিজের মত সময় বের কর প্র্যাকটিস করবেন এবং এই সময়ের মধ্য আরো মিনিমাম ১০ টা প্রোজেক্ট কমপ্লিট করতে হবে ,সাবমিট করতে হবে । স্বাভাবিক সাপোর্ট থাকবে। বুটক্যাম্প শেষেও আপনি একজন প্রিমিয়াম মেম্বার হিসাবে প্রয়োজনীয় সব সাপোর্ট পাবেন ।
✔✔ রিঅ্যাক্ট দিয়ে ফাস্ট পারফরম্যান্ট ফুল-স্ট্যাক ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন ।
✔✔ রিঅ্যাক্ট এর ইনস অ্যান্ড আউটস বুঝতে পারবেন , ডেভেলপমেন্ট ওয়ারকফ্লো নিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন এবং প্র্যাক্টিকালি এপ্লাই করে কনফিডেন্টলি ফুলস্ট্যাক রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ডেভলপ করতে পারবেন ।
✔✔ আপনি অলরেডি রিঅ্যাক্ট জেনে থাকলে আরো অনেক অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবেন এবং রিয়্যাক্ট এর পাকাপোক্ত ফাউন্ডেশন তৈরি হয়ে যাবে ।
✔✔ আপনি একজন রিঅ্যাক্ট প্রফেশনাল হয়ে থাকলে প্রফেশনাল লাইফে নিজেকে দ্রুত এগিয়ে নিতে পারবেন ।
✔✔ রিঅ্যাক্ট নেটিভ দিয়ে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভলপ করার জন্য প্রয়োজনীয় রিয়্যাক্ট শিখে ফেলবেন ।
✔✔ রিঅ্যাক্ট রিলেটেড পুপুলার টেকনোলজি যেমন next.js গেটসবি জেএস শুরু করার আগে প্রয়োজনীয় রিয়্যাক্ট শিখে ফেলবেন ।
✔✔ রিয়্যাক্ট দিয়ে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মধ্য দিয়ে আপনার জাভাস্ক্রিপ্ট নলেজ কে আরো ইম্প্রুভ করে ফেলবেন।
এই প্রোগ্রামিং বুটক্যাম্পে আপনি যে কোন সময় প্রয়োজনে সাপোর্ট পাবেন, লাইভ ক্লাসে যে কোন প্রশ্ন করে কনফিউশন ক্লিয়ার করে নিতে পারবেন । লাইভ ক্লাসগুলোতে নতুন নতুন টপিক ইনডেপথ ডিসকাস করা হবে, কনফিউজিং টপিকগুলো রিভিউ করা হবে ।
লাইভ ক্লাসের পাশাপাশি এই প্রোগ্রামে ২৪ ঘণ্টা সাপোর্ট এর জন্য ডেডিকেটেড স্কাইপ গ্রুপ থাকবে । সাথে সাথে প্রিমিয়াম ফেসবুক গ্রুপে জয়েন করে একজন প্রিমিয়াম মেম্বার হিসেবে প্রশ্ন করতে পারবেন ।
মোটকথা আপনার শেখার আগ্রহ, চেষ্টা , ডেডিকেশন থাকলেই এনাফ, বাকিটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আমরাই আপনাকে হাত ধরে আপনার গোলে পৌঁছে দিব,শুধুমাত্র আপনাকে আমাদের সাথে হাটতে হবে ।
লাইভ ক্লাসে জয়েন করতে অথবা সময় নিতে না পারলে আমাদের রেগুলার প্রিমিয়াম কোর্সে জয়েন করতে পারেন। রেগুলার প্রিমিয়াম কোর্সে আপনার মত করে সময় বের করে , আপনার ইচ্ছানুযায়ী আপনার গতিতে কোর্স শেষ করতে পারবেন ।
এই কোর্সে কি কি শিখতে পারবেন ?
ক্লাস ভিডিও স্যাম্পল (জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল, ডাটা টাইপ)
ক্লাস ভিডিও স্যাম্পল (জাভাস্ক্রিপ্ট অ্যারে হেল্পার মেথড)

- কোর প্রোগ্রাম – ৬০০০ টাকা
Bonus (For First 20 Enrollment) - রিয়্যাক্ট ওইথ টাইপস্ক্রিপ্ট (ওয়ার্কশপ)- ৩০০০ টাকা
- রিয়্যাক্ট ওইথ টেস্টিং (ওয়ার্কশপ) – ৩৫০০ টাকা
- রিয়্যাক্ট ওইথ গ্রাফকুইয়েল(বোনাস) – ২৫০০ টাকা
- এডভান্স ক্র্যাশ কোর্স(Zod, React Query, React admin) – ২০০০ টাকা
- Zod, React Query, React admin) – ২০০০ টাকা
- হিডেন বোনাস – ১০০০ টাকা (সিক্রেট)
২০০০০ টাকা
৩৫০০টাকা (৮৫% ডিস্কাউন্ট)
(প্রথম ২০ জনের জন্য )
এটা রেগুলার কোন কোর্স না । তাই একটা রেগুলার কোর্স এর মত সব টপিক বলা কঠিন । তাছাড়া এই পুরো প্রোগ্রামটা ডায়নামিক। প্রয়োজন অনুযায়ী নতুন টপিক এড করা, রিমোভ করা হয়। এখানে উল্লেখযোগ্য ব্যপারগুলোর তুলে ধরা হল ।
মর্ডান জাভাস্ক্রিপ্ট
রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর জন্য আমরা খুব কমন কিছু মর্ডান জাভাস্ক্রিপ্ট ফিচারস ব্যবহার করে থাকি । এই সেকশনে আমরা সেই ব্যাপারগুলো শিখে ফেলব । তার মধ্যে Let, Const, ternary operator, arrow function, destructuring, spread operator , rest operator, Array Helper methods, Logical AND OR operator, Class এই ব্যাপার গুলো নিয়ে এই সেকশনে শিখে ফেলব ।
কোর রিয়্যাক্ট
আপনি রিঅ্যাক্টের ফাংশানাল এবং ক্লাস কম্পোনেন্ট বেজড আর্কিটেকচার নিয়ে ক্লিয়ার আইডিয়া পাবেন এবং সাথে সাথে কিভাবে ছোট ছোট কম্পোনেন্ট ক্রিয়েট করে পরবর্তীতে একসাথে করে বড় একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায় এ ব্যাপারটা নিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন । সাথে সাথে রিঅ্যাক্টের এর যত কোর ফিচার আছে যেমন স্টেট, প্রপস প্রপস পাসিং লাইফ সাইকেল মেথড সবকিছু ই শিখে ফেলবেন
থিঙ্ক ইন রিঅ্যাক্ট ওয়ে
কিভাবে এফিশিয়েন্টলি একটা বড় অ্যাপ্লিকেশন কে ছোট ছোট রিঅ্যাক্ট কম্পোনেন্টে হিসেবে চিন্তা করতে হয় শিখে ফেলবেন । ডাটা নিয়ে ডিল করার জন্য কখন স্টেট ডিক্লেয়ার করতে হয়, কিভাবে এফিশিয়েন্টলি স্টেট এর ডাটা মেনেজ করতে হয় , কিভাবে প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চিল্ড্রেন কম্পনেন্টস এ ডাটা পাস করতে হয় অথবা চিলড্রেন কম্পনেন্ট থেকে কিভাবে প্যারেন্ট কোম্পোনেন্ট এর ডাটা চেঞ্জ করতে হয় এ ব্যাপার গুলো শিখে ফেলবেন
মর্ডান রিঅ্যাক্ট
এই বুটক্যাম্প আমরা প্রধানত সব মর্ডান রিঅ্যাক্ট ফিচারগুলোকে ফোকাস করব । আমরা React Functional Component, React Hooks, Context API, lifecycle Hooks এসব নিয়ে কথা বলার পাশাপাশি ক্লাস বেজড কম্পোনেন্ট নিয়েও কথা বলব। যাতে করে আপনি অন্য প্রজেক্টে ক্লাস বেসড কম্পোনেন্ট দেখে ঘাবড়ে না যান এবং কমফোরটেবলী কাজ করতে পারেন ।
স্টেটিক টেমপ্লেট টু রিঅ্যাক্ট
এই পার্টে একটা সম্পূর্ণ স্ট্যাটিক এইচটি এমএল টেম্পলেট কে রিয়্যাক্ট এ কনভার্ট করব । সাথে সাথে কিভাবে বেস্ট প্রজেক্ট, ফোল্ডার স্ট্রাকচার মেন্টেন করতে হয় শিখে ফেলব । প্রয়োজনীয় যত third-party প্লাগিন আছে যেমন স্লাইডারের জন্য react-slick, স্মুথ স্ক্রল এর জন্য react-scroll, কাউন্টার প্লাগিন, ফিল্টার আইটেম (MixitUp), পপ আপ প্লাগিন ইত্যাদি এ্যাসেনশিয়াল প্যাকেজের কাজ শিখে ফেলবো ।
অ্যাডভান্স রিঅ্যাক্ট & রিঅ্যাক্ট পারফরম্যান্স
কিভাবে কাস্টম হুক , হায়ার অর্ডার কম্পোনেন্ট ব্যবহার করে আমরা কম্পোনেন্ট থেকে বিজনেস লজিক আলাদা করে ফেলতে পারি এবং রি-ইউজ করতে পারি এই ব্যাপারগুলো শখার সাথে সাথে কিভাবে রিঅ্যাক্ট প্রোফাইলার ব্যবহার করে কোন পারফরম্যান্স পেনাল্টি আছে কিনা চেক করতে হয়, রিঅ্যাক্ট useMemo, useCallback হুক, memo হায়ার অর্ডার কম্পোনেণ্ট, React lazy ফাংশন ব্যবহার করে পারফরম্যান্স অপটিমাইজ করতে হয় এই অ্যাডভান্স ব্যাপারগুলো শিখে ফেলব ।
রিঅ্যাক্ট রাউটিং
রিঅ্যাক্ট রাউটার ডোম এর লেটেস্ট ভার্সন ব্যবহার করে কিভাবে আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনে মাল্টিপল পেজকে ডিল করতে পারি এবং প্রয়োজনে বিভিন্ন পেজে নেভিগেট করতে পারি এই ব্যাপারটা এই সেকশনে শিখে ফেলবো । সাথে সাথে নেস্টেড রাউটিং এবং পার্যামস নিয়ে কাজ করার ব্যাপার টা ও শিখে ফেলব ।
স্টেট ম্যানেজমেন্ট, কন্টেক্সট এপিআই
আমরা ক্লাস বেজড কম্পোনেন্টে স্টেট ম্যানেজমেন্ট শেখার পাশাপাশি কিভাবে মর্ডান রিঅ্যাক্ট ওয়েতে হুক ব্যবহার করে স্টেট কে ম্যানেজ করতে হয় সেটা শিখে ফেলবো । সাথে সাথে রিঅ্যাক্ট কম্পোনেন্টের ডাটা পাসিং রিলেটেড প্রপস ডিলিং এর ঝামেলা এড়াতে কিভাবে কনটেক্সট এপিআই, রিডাক্স ব্যবহার করে গ্লোবাল স্টেট ম্যানেজ করতে হয় শিখে ফেলব ।
রিঅ্যাক্ট ইকোসিস্টেম
রিঅ্যাক্ট ফ্রন্ট-অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট লাইব্রেরি হওয়ায় ফুল স্ট্যাক এপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য আমরা থার্ড পার্টি সার্ভিসের সাহায্য নিব। তার মধ্যে ফায়ারবেজ(Firebase), স্ট্রাপি সিএম-এস (Strapi CMS), React Router DOM, Redux, React query, Framer motion, React hooks Form , MUI React , Tailwind css অন্যতম ।
ফায়ারবেজ (Firebase)
ব্যাকেন্ড সার্ভিস হিসাবে ফায়ারবেজ ব্যবহার করা শিখে ফেলবেন । রিয়েল ওয়ার্ল্ড ফুলস্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য যা যা দরকার যেমন ডাটাবেজ, অথেন্টিকেশন (রেজিস্ট্রেশন, লগইন-লগআউট সিস্টেম, ফরগট পাসওয়ার্ড,পাসওয়ার্ড রিসেট) অথোরাইজেশন, ইমেজ আপলোড, ইমেইল পাঠানো , পেজিনেশন, সিকিউরিটি ম্যানেজমেন্ট সবকিছুই আপনি ফায়ারবেজ ব্যবহার করে শিখে ফেলবেন ।
স্ট্রাপি সিএমএস (Strapi CMS)
ব্যাকেন্ড সার্ভিস হিসাবে ফায়ারবেজ ব্যবহার করার পাশাপাশি আমরা আরেকটা খুব পপুলার হেডলেস সলিউশন স্ট্রাপি সিএমএস(strapi CMS) ব্যবহার করব । স্ট্রাপি সিএমএস ড্যাশবোর্ড ব্যবহার করে কিভাবে খুব সহজেই আমাদের কন্টেন্ট ম্যানেজ করতে পারি , কিভাবে অথেন্টিকেশন,অথরাইজেশন ডাটাবেজ সিস্টেম এবং ডায়নামিক ডাটা নিয়ে কাজ করতে হয় শিখে ফেলব ।
নেক্সট জেএস (next.js) & গ্রাফকুয়েল (GraphQL) (Bonus)
এই বুটক্যাম্প সাকসেসফুলি শেষ করলে বোনাস হিসাবে থাকছে নেক্সট জেএস এবং রিঅ্যাক্ট গ্রাফকুয়েল (GraphQL) এর ক্লাস । সত্যিকার অর্থেই আপনি এই বুটক্যাম্প কমপ্লিট করতে পারলে নেক্সট জেএস (Next js), রিঅ্যাক্ট এর সাথে গ্রাফকুয়েল (GraphQL) নিয়ে কাজ করতে খুব একটা বেগ পেতে হবে না । আমরা প্র্যাকটিক্যালি প্রজেক্ট করে এ ব্যাপার গুলো শিখবো এবং খুব সহজেই ক্লাস শেষে আপনি ইকোসিস্টেমের এই টুলস গুলো ব্যবহার করা শুরু করতে পারবেন ।
১০+ প্রাক্টিক্যাল প্রজেক্ট
আপনি এই প্রোগ্রামে ১০+ প্রাক্টিক্যাল প্রজেক্ট গিটহাভে লাইভ করবেন । সবগুলো প্রজেক্টে ভিভিন্ন কনসেপ্টের ব্যবহার প্রায়োরিটি পাবে । এর মানে হচ্ছে আপনি এই প্রোগ্রাম প্রতিটা কনসেপ্ট কিভাবে প্রাক্টিক্যালি ব্যবহার করতে হয় সেটা বুঝে যাবেন । আমরা এখানে মেইনলি কনসেপ্ট এর ব্যবহারকে প্রায়োরিটি দিচ্ছি । আপনি কোন কনসেপ্ট কে কিভাবে কাজে লাগাতে হবে সেটা বুঝতে পারলে আনলিমিটেড প্রজেক্ট বানাতে পারবেন ।
রিডাক্স (Redux) এবং রিডাক্স টুলকিট (Redux Toolkit)
গ্লোবাল স্টেট কে ম্যানেজ করার জন্য রিঅ্যাক্ট এর সবথেকে পুপুলার লাইব্রেরী রিডাক্স নিয়ে এই সেকশনে ইনডেপথ ডিসকাশন হবে । আমরা প্র্যাকটিক্যালি রিডাক্স কে প্রজেক্টে এপ্লাই করে শিখব । রিডাক্স নিয়ে কাজ করতে প্রচুর বয়লারপ্লেট কোড অথবা কমপ্লেক্স সেট আপের প্রয়োজন হয় । সেই ব্যপারটাকে সিমপ্লিফাই করার জন্য আমরা রিডাক্স টুলকিট (Redux Toolkit) ব্যবহার করা শিখব এবং প্রাক্টিক্যালি প্রজেক্ট এপ্লাই করব ।
কনসিস্টেন্ট সাপোর্ট & মনিটরিং
এই প্রোগ্রামে রেজিস্টার্ড প্রতিটা মেম্বারের জন্য । অন্যান্য প্রোগ্রামের মত গুটি কয়েক মেম্বার প্রোগ্রাম শেষ করতে পারলে প্রোগ্রাম সফল , বাকিরা কাউন্ট হবে না অথবা বাকিদের খোজ খবর থাকবে না, ঠিক এই রকম নয় । আমরা বিশ্বাস করি প্রতিটা মেম্বারের সফলতার উপর প্রোগ্রামের সফলতা নির্ভর করে । সাপোর্ট এর জন্য স্কাইপ সাপোর্ট গ্রুপ, প্রিমিয়াম ফেসবুক গ্রুপ, সপ্তাহে ১ টা করে লাইভ/ সাপোর্ট ক্লাস তো থাকছেই।
এই কোর্সে কি কি টাইপের প্রজেক্ট থাকছে ?
-
Weather Application Axios & 3rd Party API Hooksfunctional componentData store
-
Exchange Rate Calculator3rd party API React state & Events Lifecycle methodcustom hooks
-
Note Taking AppCRUDworkflowstrapi cmsBoilerplate
-
Issue Tracker(Full featured CRUD APP)Routingstrapi cmsForm HandlingReact Bootstrap
-
Photo Galleryunsplash API LIghtBox Data managementpagination
-
Tejam (HTML to React) LIghtBox AnimationSmooth scrollmixitup
-
Runway (Full Featured Blog) & HTML to React LIghtBox AnimationAuthentication & AuthorizationBlog
-
Contact Manager(Full Featured CRUD Application) Routingstrapi cmsAuthentication & AuthorizationReact Bootstrap
-
Guessing Game(Mastering React Fundamentals)React Fundamentalsprops & state managementWorkflowImage management
-
Quiz Application (Mastering React workflow)React Fundamentalsprops & state managementThinking in React
-
Cart ApplicationCart managementStripe paymentTalwind css organization










কোর্স নিয়ে আমাদের প্রিমিয়াম মেম্বারদের কিছু চিন্তাভাবনা

Harunur Rashid

recommends
JavaScript Ninja
September 29.
রিযেক্ট এ সিঙ্গেল পেজ এপ্লিকেশন কিভাবে কাজ করে , ফিলোসফি , ক্লাস বেসড কম্পোনেটন , ফাঙ্কশনাল কম্পোনেটন , কন্ট্রোল এবং আনকন্ট্রোল ভাবে ফর্ম ডিলিং , লাইফ সাইকেল মেথড ,লাইফ সাইকেল হুক্স ,কাস্টম হুক্স ,কনটেক্সট এপিআই, রিডাক্স , রিডাক্স টুলকিট , কিভাবে একটি এইচটিএমএল টেম্পলেট কে রিএক্ট এ কনভার্ট , বিভিন্ন প্যাকেজ এর ব্যবহার , কোনো প্যাকেজ না পেলে জাভাস্ক্রিপ্ট এর প্যাকেজ গুলা কিভাবে রিএক্ট এ ব্যবহার করা লাগে তা শিখানু , পারফরম্যান্স এর জন্য মেমো ,ইওচ মেমো ,ইওচ কলব্যাক , লেজি , কোয়েরি ,এরর বাউন্ডারি ইত্যাদি। ব্যাকএন্ড এ কিভাবে স্ট্র্যাপি ব্যবহার করা লাগে তা শিখানু । অসলে এক্সপেকটেশন এর থেকেও বেশি কিছু দেখানু হইসে ।
কেউ যদি রিএক্ট এ ভালো কিছু শিখতে চান , তহলে তার জ্ন্য এই বুটক্যাম্প খুবই উপকার হবে । বিশেষভাবে, শামীম ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এই বুটক্যাম্প এ যুগদানের সুযোগ দেওয়ার জন্য এবং সকল ব্যাচমেট , মডারেটরকে অনেক ধন্যবাদ একে ওপরের প্রতি সহযোগিতা করার জন্য।

Mobin Uddin

recommends
JavaScript Ninja
September 29.
I have found this course on my Facebook page. I believe that this course is designed with advanced topics Which is suitable for developing real-life projects. That is why I was admitted to this course. I acknowledge that this course is different and standard from other courses. Although the course focuses on advanced subjects, Shamim Bhai taught us from the very beginning. that is why this course is suitable for all the students. class duration was two hours to three hours. if anyone actually wants to learn “React” this course is for you.(React Bootcamp Batch-3)

Md Hoque

recommends
JavaScript Ninja
September 29.

Kawsar Ahmed

recommends
JavaScript Ninja
September 29.
রিয়েক্ট নিয়ে কাজ করলেও অন্য সবার মত গতানুগতিক কাজ জানতাম। কিন্তু এই বুটক্যাম্পে জয়েন করে মুখোশ উন্মোচন হয়ে গেছে। রিয়েক্ট এ এতকিছু আছে জানতাম ই না। কেন রিয়েক্ট প্রয়োজন, কিভাবে SPA কাজ করে, রিয়েক্ট এর Philosophy ইত্যাদি । তাছাড়া ক্লাস-বেসড কম্পোনেন্ট , রিয়েক্ট এর Lifecycle, controlled vs uncontrolled , কাস্টম হুক, হায়ার অর্ডার কম্পোনেন্ট, কন্টেক্সট এপিয়াই, রিডাক্স, রিডাক্স টুলকিট, HTML to React এ কিভাবে কনভার্ট করতে হয়, রিয়েক্ট এর কোন প্যাকেজ না পেলে কিভাবে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এর প্যাকেজ ইউজ করতে হয় ইত্যাদি। সবচেয়ে মজার ব্যাপার হলো পারর্ফম্যান্স অপ্টিমাইজেশন এর জন্য React memo, useMemo, useCallback, React Profiler, React. Lazy, code spliting, React Query, Error Boundary ইত্যাদির ইউজ ছিল ইন্টারেস্টিং টপিক। আরও ইন্টারেস্টিং হলো যারা আগে থেকে ব্যাকেন্ড নিয়ে কাজ করেছে তাদের কাছে Strapi হলো সেই লেভেলের জিনিস । একটা ই-কমার্স এপ এর কার্ট হ্যান্ডেলিং এর জন্য প্যাকেজ ইউজ করা, শেষ-মেষ কিভাবে কাস্টমারের পকেটের টাকা নিজের পকেটে আনা যায় তার জন্য পেমেন্ট ইন্ট্রিগেশন Stripe ইউজ করা আরও অনেক অনেক টপিক এর Deeply Discussion ছিল পুরো বুটক্যাম্প জুড়ে।
আলহামদুলিল্লাহ আমার এক্সেপ্টেশনের চেয়ে বেশি কিছু আমি পেয়েছি এবং আরোও পাব সামনে Next.js, GraphQl এর বোনাস ক্লাস।কেউ যদি গতানুগতিক কাজ না জেনে ভালোভাবে কিছু আসলেই শিখতে চায় তাহলে তার জন্য এই বুটক্যাম্প। তবে প্রচুর সময়, প্রোপার মাইন্ডসেট , শিখার অদম্য ইচ্ছা যদি থাকে তাহলে স্টেপ বাই স্টেপ একটা জার্নির জন্য রেডি হতে পারেন

Abu Nasir

recommends
JavaScript Ninja
October 1.
সফলভাবে ফুল-স্ট্যাক রিঅ্যাক্ট অ্যাপ ডেভেলপমেন্ট বুটক্যাম্প (ব্যাচ-৩) শেষ করলাম। সামিম ভাইয়ের সবগুলো কোর্স একজন শিক্ষার্থীকে কঠোর পরিশ্রমী হতে এবং নির্দিষ্ট গোলে পৌছাতে সাহায্য করবে। কোর্স এর শুরুতে একটু কঠিন লাগলেও সামিম ভাইয়ের শেখানোর পদ্ধতিতে সবকিছু সহজ হয়ে গিয়েছে । উনি এখানে রিএক্ট এর সবকিছু খুব যত্ন সহকারে, খুটিনাটি খুব ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন। একজন বিগিনারের জন্য এটি অত্যান্ত উপকারী একটি কোর্স। জাভাস্ক্রিপ্ট বুটক্যাম্পের মত এখানেও প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি। এটি শুধুমাত্র একটি ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট কোর্সই নয়। এখানে Strapi দিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখেছি। যারা রিঅ্যাক্ট ডেভেলপার হতে চান তাদের আমি এই কোর্সটি রেকমেন্ড করব। সামিম ভাইকে অসংখ্য ধন্যবাদ।

Ramjan Ali

recommends
JavaScript Ninja
October 3.

ZX Rajib

recommends
JavaScript Ninja
September 29.

Saddam Hossen

recommends
JavaScript Ninja
October 4.

মিরাজ উদ্দিন

recommends
JavaScript Ninja
October 4.

Radim Hossain

recommends
JavaScript Ninja
October 6.

Hafijur Rahman

recommends
JavaScript Ninja
October 6.

Hasan Mozumdar

recommends
JavaScript Ninja
October 8.

Abdul Mannan

recommends
JavaScript Ninja
October 7.

Fojlay Rabbi

recommends
JavaScript Ninja
January 12 at 4:38 PM.
হায় আমি ফজলে রাব্বী। আমি রিয়্যাক্ট বুটক্যাম্প ব্যাচে-১ এক জন স্টুডেন্ট। জাভাস্ক্রিপটের উপর পূর্বের ভালাে নলেজ থাকায় রিয়্যাক্ট আমার কাছে ইজি মনে হয়ছে। প্রতিদিন সিডিউল মােতাবেক লাইভ ক্লাসে জয়েন করতাম ও ক্লাস গুলাে খুব ইনজয় করতাম। মূলত রিয়্যাক্ট একদম কোর লেভেল থেকে স্টার্ট করে প্রজেক্ট করতে করতে একদম বস লেভের পর্যন্ত যাওয়ার জন্য শামিম ভাইয়ের লাইভ ক্লাস এবং সাথে আপনার পর্যাপ্ত পরিশ্রমই যথেষ্ট। রিয়্যাক্ট ফিলােছফি, ফাংসােনাল কম্পােন্টে, ক্লাস বেস কম্পােনেন্ট, রিয়্যাক্ট লাইফ সাইকেল ম্যাথড, রিয়্যাক্ট রাউটার ভার্সন ৬. রিয়্যাক্ট বুটস্ট্যাপ, ম্যাটারিয়ার ইউ.আই, এসেনসিয়াল রিয়্যাক্ট থার্ড পার্টি প্যাকেজ এবং ফায়ারবেজের সাথে ফুলষ্ট্যাক প্রজেক্ট সহ আরাে অনেক আপডেটেড ফিচারগুলাে দেখানাে হয়েছে এই বুটক্যাম্পে। আমার প্রিয় মেন্টর শামিম ভাই তার অসাধারন টিচিং স্ট্রেটিজি দিয়ে সকল বিষয়গুলাে খুব সহজভাবে বুঝিয়েছেন। যাদের জাভাস্ক্রিপ্ট সম্পর্কে মিনিমার ৩ মাসের নলেজ আছে তাদের জন্য এই রিয়্যাক্ট লাইভ বুটক্যাম্পে জয়েন করা হবে বেষ্ট একটা ডিসিশন।
সকল সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর
এই প্রোগ্রামে জয়েন করার পূর্বে জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল কনসেপ্ট গুলো নিয়ে ক্লিয়ার আইডিয়া থাকতে হবে । জাভাস্ক্রিপ্টের ফাউন্ডেশনাল নলেজ থাকার পাশাপাশি মোটামুটি লেভেল এর CRUD প্রজেক্ট করতে পারলে এই বুটক্যাম্প থেকে বেস্ট আউটপুট পাবেন ।
এই প্রোগ্রামের মেম্বারদের সাকসেস নিয়ে আমরা যথেষ্ট সিরিয়াস । কিছু কন্ডিশন ফিল আপ করতে পারলেই শুধুমাত্র এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন ।
🎯🎯 ডেইলি টাস্ক অবশ্যই যথাসময়ের মধ্য শেষ করতে হবে
🎯🎯 লাইভ রিভিও সেশনে জয়েন করার চেষ্টা করতে হবে । আউটপুট পেতে চাইলে লাইভ সেশনে জয়েন করা মেন্ডেটরি । লাইভ সেশন সপ্তাহে কমপক্ষে ১ দিন রাত ৯:২০ এর মধ্যে শুরু হয়ে ১১ঃ০০ পর্যন্ত চলবে ।
🎯🎯 কাজের আপডেট দিতে হবে
🎯🎯 হেল্প লাগলে হেল্প চাওয়ার মন-মানসিকতা থাকতে হবে
🎯🎯 চ্যালেঞ্জ নেওয়ার মন-মানসিকতা থাকতে হবে নতুন জিনিস শিখার ইচ্ছা আগ্রহ থাকতে হবে । ডেডিকেশন থাকা লাগবে এবং ট্র্যাক এর সাথে লেগে থাকার সংকল্প থাকতে হবে ।
🎯🎯 আপনার ফিডব্যাক , পরামর্শ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ । আপনাকে এই বুটক্যাম্প শেষে ফিডব্যাক দিতে হবে ।
আপনার জাভাস্ক্রিপ্ট নিয়ে আগে কাজ করার এক্সপেরিয়েন্স না থাকলে জিরো থেকে শুরু করে এডভান্স লেভেলের জাভাস্ক্রিপ্ট শিখার জন্য হাইলি ইফেক্টিভ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং বুটক্যাম্পে জয়েন করতে পারেন । সেখানে আপনি জিরো থেকে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন ।
এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে এক জন কনফিডেন্ট ফুলস্ট্যাক রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপার বানানো । যারা রিয়্যাক্ট এর কোর কন্সেপ্টগুলো ইন্ডেপথে বুঝবে, কনফিডেন্টলি রিয়্যাক্ট এবং রিয়্যাক্ট রিলেটেড টেকনোলজি গুলো দিয়ে ফুলস্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবে এবং ক্যারিয়ারে , জব হান্টিং এ অন্য সবার থেকে এগিয়ে থাকবে ।
আপনি জাভাস্ক্রিপ্ট জানেন এখন ২য় স্টেপ হিসেবে যেকোন সিঙ্গেল পেজ লাইব্রেরী অথবা ফ্রেমওয়ার্কে শিফট করতে চান কিন্তু পরিপূর্ণ কোন রিসোর্স খুঁজে পাচ্ছেন না অথবা আরো ইনডেপথে শিখতে চাচ্ছেন আপনার জন্য এই প্রোগ্রামটা পারফেক্ট ।
এটা অন্যান্য কোর্সের মত রেকর্ডেড নয় অথবা এই বুটক্যাম্প বাকিদের মতো অ্যাডভান্স এর নামে রিঅ্যাক্টের এবিসি শিখাবে না, রিঅ্যাক্ট এর কিছু বেসিক কনসেপ্ট কাভার করে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা অথবা একটা স্ট্যাটিক টেমপ্লেটকে রিয়্যাক্টে কনভার্ট করার মধ্য ও সীমাবদ্ধ থাকছে না । আমরা প্রতিটা কনসেপ্ট ইনডেপথে শিখব এবং কন্সেপ্টগুলোকে কিভাবে প্রজেক্ট এপ্লাই করে ফুলস্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয় শিখব। যাতে করে এই বুটক্যাম্প শেষে আপনি ডিপার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে ভবিষ্যতে অনেক দূর যেতে পারেন , ক্যারিয়ারে এবং জবে দ্রুত এগিয়ে যেতে পারেন ।
এই প্রোগ্রামটা টোটাল তিন মাসের । তার মধ্যে সপ্তাহে মিনিমাম ১ টি করে লাইভ রিভিও ক্লাস, প্রয়োজনীয় রেকর্ডেড ভিডিও রিসোর্স , প্রজেক্ট চ্যালেঞ্জ ,আর্টিকেল রিডিং, কোডিং চ্যালেঞ্জ এর মধ্য দিয়ে অতিবাহিত করবেন এবং ১০ টার মত রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট ডেভলপ করবেন ।
মোটকথা এই বুটক্যাম্প শেষে আপনার স্ট্রং পোর্টফলিও রেডি হয়ে যাবে । জব অথবা ফ্রিল্যাঞ্চিং যে কোন সেক্টরে কনফিডেণ্টলি জাম্প করতে পারবেন
বেস্ট আউটপুট এর জন্য রেকর্ডেড এবং লাইভ ক্লাস এই দুইয়ের কম্বিনেশন থাকছে এই বুটক্যাম্পে । লাইভ রিভিও ক্লাসগুলো গুগল মিট আপে সপ্তাহে ১ দিন লাইভে অনুষ্ঠিত হবে ।
সপ্তাহে ১ দিন দেড় থেকে দুই ঘন্টা ঘণ্টা করে লাইভ ক্লাস হবে । ক্লাস রাত ৯ঃ২০ থেকে শুরু হয়ে ১১ঃ০০ পর্যন্ত চলবে। সাথে সবসময় প্রয়োজনীয় সাপোর্ট থাকছে ।
যদি আপনার কোন ইমারজেন্সি থাকে এবং অনুমতি সাপেক্ষে ক্লাস মিস করেন তাহলে রেকর্ড দিয়ে দেওয়া হবে । এই পুরো ব্যাপার টা শুধুমাত্র প্রোগ্রাম থেকে বেষ্ট আউটপুট পাওয়ার জন্য করা হয়েছে । আমরা লাইভ রিভিও ক্লাসে কিছু সময়ের জন্য হলেও জয়েন করা রিকোমেন্ড করি ।
না, এই প্রোগ্রামে জয়েন করার জন্য আপনার জাভাস্ক্রিপ্ট এর ফাউন্ডেশনাল নলেজ থাকতে হবে, জাভাস্ক্রিপ্টে কম্ফোর্টেবল হতে হবে । আপনি জিরো থেকে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং শিখতে আগ্রহী হলে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং বুটক্যাম্পে জয়েন করতে পারেন ।
না, আমরা এই প্রোগ্রাম শেষে কোন জব দিচ্ছি না অথবা জবের গ্যারান্টি দিচ্ছি না, এমন কোন নিশ্চায়তা কোন প্লাটফর্ম দিতে ও পারবে না । তবে আমাদের কোর্সে অন্য সব প্লাটফর্ম থেকে বেটার স্কিল ডেভেলপ করতে পারবেন, অনেকে বেশি কিছু শিখবেন, রিয়েল ওয়াল্ডে কাজ করার মত কনফিডেন্স অর্জন করবেন এটার নিশ্চয়তা দিতে পারি । আমরা স্কিল ফোকাসড ,আমরা বিশ্বাস করি আপনি নলেজেবল হলে, কোয়ালিফাইড হলে জবই আপনাকে খুঁজে নিবে, আপনাকে বসে থাকতে হবে না । সে ক্ষেত্রে প্রয়োজনে আমরা হেল্প করব। আপনি কোয়ালিফাইড হলে আমাদের সাথেই ইন্টার্নশিপ করার সুযোগ থাকছে । তবে সেটা অবশ্যই আপনার স্কিল এর উপর ডিফেন্ড করবে ।
তাছাড়া আমরা দেখেছি জব ফাস্ট ফোকাস প্রোগ্রামগুলোর স্টুডেন্টদের সত্যিকার অর্থেই শিখার থেকে জব পাওয়ার জন্য উঠে পড়ে লাগেন । তারা ঠিকমতো না শিখেই কোনরকম শ্যাডো প্রজেক্ট করে ইন্টার্নশিপ ম্যানেজ করতে পারলেও , পরবর্তীতে ইন্টার্নশিপে টিকে থাকতে পারেন না , অথবা খুব বেশিদূর যেতে পারেন না, ক্যারিয়ারে ভালো কিছু করতে পারেন না।
আমাদের টার্গেট হচ্ছে আপনাকে নলেজেবল এবং যোগ্যতাসম্পন্ন বানানো , এই প্রোগ্রামে আমরা মেইনলি রিঅ্যাক্ট দিয়ে ফুলস্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখব । আপনি সাকসেসফুলি কমপ্লিট করতে পারলে আপনার একটা স্ট্রং পোটফলিও দাঁড়িয়ে যাবে এবং আপনি আপনার প্রয়োজনে জব অথবা ফ্রিল্যান্সিং যে কোন সেক্টরে সুইচ করতে পারবেন । সাথে সাথে ক্যারিয়ারে দ্রুত প্রগ্রেস করতে এবং জব পাওয়ার দৌড়ে অন্যোন্য কম্পিটিটর থেকে অনেক এগিয়ে থাকবেন ।
কোর্সে ভালো করতে পারলে আমাদের সাথে ইন্টার্নশিপ করার অপুরচিনিটির সাথে সাথে রেফারড কোম্পানিতে জব করার সুযাগ থাকছে । তবে সেই ক্ষেত্রে অবশ্যই কোর্সে আপনার এক্টভিটি, স্কিল দেখা হবে ।
ওকে । অনলাইনে রিঅ্যাক্ট শেখার অনেক অনেক প্রোগ্রাম, অনেক অনেক রিসোর্স আছে । তাই আপনি শিওর না অথবা কনফিউজড যে কোন প্রোগ্রামে জয়েন করবেন !
এ প্রোগ্রামের কন্টেন্ট, স্ট্রাকচার, সাপোর্ট সব দিক থেকে অন্য সব প্রোগ্রাম থেকে অনেক অনেক স্পেশাল । আপনি নিশ্চিন্তে এই প্রোগ্রামের জয়েন করতে পারেন আপনার অর্থ সময় কোনটাই লস হবে না আশা করছি ।
আপনি যদি জাভাস্ক্রিপ্ট না জানেন অথবা কম্ফোর্টেবল না হয়ে থাকেন , তাহলে এই বুটক্যাম্পটা আপনার জন্য ফলো করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে ।
আপনি লাইভ ক্লাসের সাথে একবারে বিগিনার লেভেল থেকে থিওরি, প্রজেক্ট, প্রবলেম সল্ভিং, বই পড়ার মধ্য দিয়ে জাভাস্ক্রিপ্ট শিখতে ইন্টারেস্টেড হয়ে থাকলে আমাদের জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং বুটক্যাম্পে জয়েন করতে পারেন । বিস্তারিত পাবেন এই লিঙ্কে । জাভাস্ক্রিপ্ট প্রোগ্রমিং বুটক্যাম্প
ডিটেইলস আপডেট ফেইসবুক পেজে পাবেন । তবে আপনি যত দ্রুত রেজিস্ট্রেশন করতে পারবেন , আপনার জন্য তত ভালো । রেজিস্ট্রেশন করার পর আপনি ১৫ ঘন্টা+ ডিউরেশনের ডেডিকেটেড স্টেপ বাই স্টেপ রিয়্যাক্টের রেকর্ডেড রিসোর্স এর এক্সেস পাবেন । বুটক্যাম্প শুরু হওয়ার আগে আপনি এই রিসোর্স দেখে প্র্যাকটিস করে শেষ করে ফেললে রিয়্যাক্ট এর কোর নিয়ে ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে , বুটক্যাম্পে ভালো আউটপুট পাবেন, এক্সটা বুস্ট পাবেন । বুটক্যাম্প শুরুর জন্য অপেক্ষা না করে যত দ্রুত এই জার্নি শুরু করতে পারবেন , আপনার জন্য তত বেটার হবে ।
আমাদের ক্লাস কোয়ালিটি দেখতে ভিজিট করতে পারেন এই লিঙ্কে স্যাম্পল ক্লাস লিঙ্ক ।
ক্লাস নিয়ে প্রশ্ন থাকলে দয়া করে আমাদের ফেইসবুক পেজে মেসেজ করবেন । ধন্যবাদ
এই প্রোগ্রাম শেষ করতে না পারার কোন সম্ভাবনা অথবা কারন দেখছি না। আপনি প্রোগ্রামের ইন্সট্রাকশন্স ফলো করলে খুব ইজিলি এই প্রোগ্রাম কম্পলিট করে ফেলতে পারবেন ।
আপনার সমস্যার কারনে এই প্রোগ্রাম কন্টিনিউ না করতে পারলে অথবা শেষ না করলে পরবর্তী প্রোগ্রামে ফ্রিতে জয়েন করার সুযোগ থাকবে না । তবে একজন রেগুলার প্রিমিয়াম কোর্স মেম্বার এর মত গ্রুপে প্রয়োজন হলে লাইভ সাপোর্ট পাবেন । আপনার মত করে সময় বের করে আপনার জার্নি কন্টিনিউ করতে পারবেন ।
তারপরেও কোন কারনে আপনি পরবর্তী প্রোগ্রামে জয়েন করতে চাইলে আপনাকে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে ।
এটা লাইভ প্রোগ্রাম , শুধুমাত্র রেকর্ডেড প্রোগ্রাম না । বাংলাদেশ সত্যিকার অর্থেই লাইভে এ রিয়্যাক্ট শিখানো হয় এরকম প্রোগ্রামের সংখ্যা খুবই কম, নাই বললেই চলে । যে প্রোগ্রামগুলো আছে তাদের সাথে যদি আপনি এই প্রোগ্রামের কারিকুলাম, স্ট্রাকচার সাপোর্ট সবকিছু কম্পেয়ার করেন , তাহলে এই প্রগ্রামের প্রাইচ অনেক কম মনে হবে। আমরা সবার জন্য এ প্রোগ্রামকে এফোর্ডেবল রাখার চেষ্টা করেছি । যেখানে বাকিরা এই রকম প্রোগ্রামের জন্য ১৫০০০ থেকে ২০০০০ টাকা চার্জ করে সেখানে আমরা শুধু নামেমাত্র একটা ফি নিচ্ছি । আমাদের টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিছু যোগ্যতাসম্পন্ন এবং ভালো ডেভেলপার, প্রোগ্রামার দেওয়া।
আপনি প্রয়োজনে বাংলা ভাষার অন যে কোন কোর্সের সাথে এই কোর্স/প্রোগ্রাম কে কম্পেয়ার করতে পারেন । তাহলে বুঝতে পারবেন এই প্রোগ্রাম টা কিভাবে স্পেশাল !
আমরা এ প্রোগ্রামের জন্য খুবই মিনিমাম একটা ফি নিচ্ছি । এই পেজে বুটক্যাম্পের যে প্রাইচ আছে এটা একবারেই ফিক্সড । আমাদের এখানে কোন ইনস্টলমেন্ট অপশন নেই । ইনস্টলমেন্ট অপশন ম্যানেজ করার মত হিউম্যান রিসোর্স আমাদের নেই অথবা কোনো ইস্যু আসলে পরবর্তীতে আমরা যে কাউকেই চাইলেই প্রোগ্রামের মাঝখান থেকে বের করে দিতে পারব না । আশা করছি আপনি বুঝতে পেরেছেন । আপনার যদি কোন জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেইজের মেসেঞ্জারে যোগাযোগ করবেন । ধন্যবাদ
✴️✴️শেষ কথা ✴️✴️
এই প্রোগ্রাম শেষে আপনার প্রফেশনালি রিঅ্যাক্ট দিয়ে ফুলস্ট্যাক অ্যাপ্লিকেশন ডেভেলপ করার মত নলেজ হয়ে যাবে । সাথে সাথে রিয়্যাক্ট এর কোর কন্সেপ্টগুলো নিয়ে খুব স্বচ্ছ ধারনা হয়ে যাবে এবং কনফিডেন্টলি কাজ করতে পারবেন , জব হান্টিং এবং ক্যারিয়ারে খুব দ্রুত প্রোগ্রেস করতে পারবেন রিয়্যাক্ট ইকোসিস্টেমের জন্য থার্ড পার্টি প্যাকেজ নিয়ে কাজ করার জন্য এবং নেক্সট জেএস, গেটসবি জেএস নিয়ে কাজ করার জন্য প্রিপেয়ারড হয়ে জাবেন । এই বুটক্যাম্প শেষে আপনি জব অথবা ফ্রিল্যান্সিং যে কোন সেক্টরে কনফিডেন্টলি জাম্প করতে পারবেন । আশা করছি এটা আপনার জন্য লাইফ চেঞ্জিং বুটক্যাম্প হবে ।