Need Help?

Be sure to check all the questions and answer before sending us a message

Call Us from 10am to 10pm(In BD time)

+801759995263

Send Us a Message

Frequently Asked Questions

আমাদের ফ্রি কোর্স গুলো সংক্রান্ত যেকোন প্রশ্ন অথবা সাপোর্ট এর জন্য আপনি আমাদের ফেইসবুক গ্রুপে জয়েন করতে পারেন নিচের লিংকে ভিজিট করে।

আমাদের অফিসিয়াল ফেইসবুক গ্রুপে জয়েন করার জন্য এখানে ক্লিক করুন ।

ফ্রি কোর্সগুলো দেখার সময় আপনার কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফেইসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আশা করি আপনার সমস্যার দ্রুত সমাধান পেয়ে যাবেন।

 প্রিমিয়াম কোর্স মেম্বারদের জন্য ফেইসবুকে সিক্রেট গ্রুপ থাকবে কিভাবে জয়েন করতে হবে ড্যাশবোর্ড লগইন করে আপনার কোর্সের ভিডিও দেখা শুরু করুন বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আপনি যে কোর্সে জয়েন করেছেন ঐ কোর্সের স্পেসিফিক গ্রুপে কোর্স রিলেটেড যেকোন কিছু জানার প্রয়োজন হলে পোস্ট করতে পারেন। আমার পাশাপাশি আপনি আরও অনেকের কাছ থেকে সাহায্য পাবেন গ্রুপে পোস্ট করার মাধ্যমে।

ধরেন আপনি জাভাস্ক্রিপ্ট এবং রিয়াক্ট ডেভেলপমেন্ট দুটো কোর্স ই করতে চাইছেন। এখন আলাদা আলাদা করে দুটো কিনতে গেলে খরচ বেশি পড়ে যায়, এজন্য দুটো কোর্সকে একসাথে করে একটা বান্ডল বানিয়ে দেয়া হয়েছে যার মূল্য অনেক কম। এক্ষেত্রে এই একটা বান্ডল কিনলেই আপনি দুটো কোর্সেরই অ্যাক্সেস পাবেন। এরকম ভাবে আরও একটা বান্ডল রয়েছে তিন টা কোর্স নিয়ে। সেটা কিনলে একসাথে তিনটা কোর্সেরই অ্যাক্সেস পাবেন। আলাদা আলাদা করে আর কোন কোর্স কেনা লাগবে না

কোন ডিসকাউন্ট অফার বর্তমানে চালু আছে কি না, তা জানতে আমাদের ফেসবুক পেজে নিয়মিত চোখ রাখুন। অথবা, আমাদের  সার্পোট, ফেসবুক পেজ ইনবক্সে ডিসকাউন্টের ব্যাপারে খোঁজ নিতে পারেন।

অনুগ্রহ করে আমাদের ফেসবুক পেজ ইনবক্সে নক করুন 

কোর্স গুলো লাইভ হবে না। পূর্বে ভিডিও করে আপলোড করা থাকবে এবং আপনি যখন ইচ্ছা তখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগইন করে দেখে যেতে পারবেন।

না। আমাদের ওয়েবসাইটে ড্যাশবোর্ড লগইন করে ভিডিওগুলো দেখতে হবে।

ওয়েভডেভেলপার বিডি ওয়েব সাইটে আপনি একসাথে যেকোন একটি ডিভাইস/ব্রাউজারে লগড ইন থাকতে পারবেন। এমনকি একই ডিভাইসে দুইটা ব্রাউজারে একসাথে লগিন করতে পারবেন না। আর যদি আরেকটা ডিভাইসে লগ ইন করার দরকার হয়, তাহলে আগে যেই ব্রাউজার বা ডিভাইসে লগড ইন আছেন সেখান থেকে লগআউট করে নিন। এরপরেও কোন ঝামেলা মনে হলে সাপোর্ট পেজে  যোগাযোগ করুন 

না। যদি শেয়ার করেন তাহলে আপনার অ্যাকাউন্ট যেকোন সময় টার্মিনেট করা হতে পারে।

কোর্স গুলি লাইভ হবেনা। পূর্বে ভিডিও করা থাকবে এবং আপনি আপনার সময়মত যখন ইচ্ছে  দেখতে পারবেন। আনন্দের বিষয় হলো সার্ভিস ২৪/৭ চালু থাকবে। এমনকি ঈদের দিনও

প্রথমে আমাদের ফ্রি কোর্সগুলো দেখেন , প্রিমিয়াম মেম্বার দের রিভিও গুলো পরেন এবং ফেইসবুক গ্রুপে জয়েন করেন তাহলেই আপনি আমাদের কোর্সগুলোর কোয়ালিটি সম্পর্কে জানতে পারবেন। সবকিছু বিবেচনা করে যদি ভালো লাগে তাহলে প্রিমিয়াম কোর্সে জয়েন করতে পারেন। আশা করছি আপনি উপকৃত হবেন এবং নতুন কিছু শিখতে পারবেন।