All course Reviews

All Reviews Gives by our awesome premium members

Zuheb Ahmed

Zuheb Ahmed

recommends

JavaScript Ninja

April 7. 

I have learned important data structures and algorithms from this course that will help me write efficient and high-quality code. Additionally, the practical experience of solving LeetCode problems will help me to understand how to apply these concepts in real-world scenarios. I am thankful to samim vai. It was a great journey.
DSA(batch-2)

Ajharul Abedeen

recommends

JavaScript Ninja

June 26 . 

ডাটা স্ট্রাকচার ও অ্যালগরিদম সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ অনেক। এই কোর্সটি করার ফলে নতুন অনেক কিছু শেখা গিয়েছে।
এর আগে অন্য একটি কোর্সে এনরোল হয়েছিলাম, কিন্তু কমপ্লিট করেনি। কারণ ওই কোর্স টি অনেক বেশি থিওরিটিক্যাল ছিল।
এই কোর্সটিতে থিওরির সাথে প্রচুর পরিমাণ প্রাক্টিক্যাল দেখানো হয়েছে। যা থিওরি গুলোকে বুঝতে অনেক বেশি হেল্প করে।
DSA & Problem Solving Masterclass(Batch -02)
DSA Bootcamp Review

Md Jasim Uddim

recommends

JavaScript Ninja

May 8 . 

I was a student of Data Structure and Algorithms batch-2 . To be honest ,this course was amazing and very helpful to learn DSA from beginning to advance in Javascript . Samim vai is extraordinary tutor in DSA. I have got fully support from their support panel to continue this course. Many many thanks samim vai and his support panel for their continous support and for bringing such a course.

Hrithik Rudra

recommends

JavaScript Ninja

August 28. 

First of all thanks to Muhammad Samim bhaiya for his efforts to describe every topic in such a way that any one can understand every topic in such a tough course like Data Structure and Algorithm. Every topic was well explained with numerous example and leetcode problems.Anyone who wants to improve his/her problem solving skills can enroll in this course.But one thing is that,to keep pace with this course, anyone should always spent 3-4 hours daily otherwise it will be difficult to keep pace with the instructor. Batch 1,DSA.

Harunur Rashid

recommends

JavaScript Ninja

September 29. 

রিযেক্ট নিয়ে কাজ করার পূর্বের কোনো অভিজ্ঞতা আমার ছিল না। আমি শামীম ভাই এর জাভাস্ক্রিপ্ট কোর্স শেষ করে রিযেক্ট কোর্স এ যুগদান করি । এই কোর্স টা অসলে অন্যান্য গতানুগতিক কোর্স এর মতো ছিল না । রিযেক্ট এর অনেক কিছু আছে , আসলে এই কোর্স না করলে বুজতে পারতাম না।
রিযেক্ট এ সিঙ্গেল পেজ এপ্লিকেশন কিভাবে কাজ করে , ফিলোসফি , ক্লাস বেসড কম্পোনেটন , ফাঙ্কশনাল কম্পোনেটন , কন্ট্রোল এবং আনকন্ট্রোল ভাবে ফর্ম ডিলিং , লাইফ সাইকেল মেথড ,লাইফ সাইকেল হুক্স ,কাস্টম হুক্স ,কনটেক্সট এপিআই, রিডাক্স , রিডাক্স টুলকিট , কিভাবে একটি এইচটিএমএল টেম্পলেট কে রিএক্ট এ কনভার্ট , বিভিন্ন প্যাকেজ এর ব্যবহার , কোনো প্যাকেজ না পেলে জাভাস্ক্রিপ্ট এর প্যাকেজ গুলা কিভাবে রিএক্ট এ ব্যবহার করা লাগে তা শিখানু , পারফরম্যান্স এর জন্য মেমো ,ইওচ মেমো ,ইওচ কলব্যাক , লেজি , কোয়েরি ,এরর বাউন্ডারি ইত্যাদি। ব্যাকএন্ড এ কিভাবে স্ট্র্যাপি ব্যবহার করা লাগে তা শিখানু । অসলে এক্সপেকটেশন এর থেকেও বেশি কিছু দেখানু হইসে ।
কেউ যদি রিএক্ট এ ভালো কিছু শিখতে চান , তহলে তার জ্ন্য এই বুটক্যাম্প খুবই উপকার হবে । বিশেষভাবে, শামীম ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এই বুটক্যাম্প এ যুগদানের সুযোগ দেওয়ার জন্য এবং সকল ব্যাচমেট , মডারেটরকে অনেক ধন্যবাদ একে ওপরের প্রতি সহযোগিতা করার জন্য।
Full Stack React App Development Bootcamp (Batch-3)

Mobin Uddin

recommends

JavaScript Ninja

September 29. 

I have found this course on my Facebook page. I believe that this course is designed with advanced topics Which is suitable for developing real-life projects. That is why I was admitted to this course. I acknowledge that this course is different and standard from other courses. Although the course focuses on advanced subjects, Shamim Bhai taught us from the very beginning. that is why this course is suitable for all the students. class duration was two hours to three hours. if anyone actually wants to learn “React” this course is for you.(React Bootcamp Batch-3)

Md Hoque

recommends

JavaScript Ninja

September 29. 

It was a great opportunity for me to get the chance for enrolling “Full-stack React App Development Bootcamp (Batch-3)”. Though I learned to React before this Bootcamp program, I deeply needed to participate in this type of program again. Because I could not practice anything after my first attempt at React Learning.
By attending this program, I could learn again from the very basics of ‘React.js’ to the advanced level. Especially I could learn about “Context API, Redux Toolkit, Strapi” for the first time here.
Everyday task and project completion methods were so helpful to practice React deeply. Though I could not complete all the tasks and projects yet, my target is to finish them ASAP.
Thanks to Muhammad Samim Bhai for teaching us in such a nice way and also a big thanks for giving us continuous support during classes and out of classes. I hope we will be having your support in our further journey too.
Thank You to all of the batchmates and the moderator for being together and cordial support to each other.

Kawsar Ahmed

recommends

JavaScript Ninja

September 29. 

রিয়েক্ট নিয়ে কাজ করলেও অন্য সবার মত গতানুগতিক কাজ জানতাম। কিন্তু এই বুটক্যাম্পে জয়েন করে মুখোশ উন্মোচন হয়ে গেছে। রিয়েক্ট এ এতকিছু আছে জানতাম ই না। কেন রিয়েক্ট প্রয়োজন, কিভাবে SPA কাজ করে, রিয়েক্ট এর Philosophy ইত্যাদি । তাছাড়া ক্লাস-বেসড কম্পোনেন্ট , রিয়েক্ট এর Lifecycle, controlled vs uncontrolled , কাস্টম হুক, হায়ার অর্ডার কম্পোনেন্ট, কন্টেক্সট এপিয়াই, রিডাক্স, রিডাক্স টুলকিট, HTML to React এ কিভাবে কনভার্ট করতে হয়, রিয়েক্ট এর কোন প্যাকেজ না পেলে কিভাবে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এর প্যাকেজ ইউজ করতে হয় ইত্যাদি। সবচেয়ে মজার ব্যাপার হলো পারর্ফম্যান্স অপ্টিমাইজেশন এর জন্য React memo, useMemo, useCallback, React Profiler, React. Lazy, code spliting, React Query, Error Boundary ইত্যাদির ইউজ ছিল ইন্টারেস্টিং টপিক। আরও ইন্টারেস্টিং হলো যারা আগে থেকে ব্যাকেন্ড নিয়ে কাজ করেছে তাদের কাছে Strapi হলো সেই লেভেলের জিনিস । একটা ই-কমার্স এপ এর কার্ট হ্যান্ডেলিং এর জন্য প্যাকেজ ইউজ করা, শেষ-মেষ কিভাবে কাস্টমারের পকেটের টাকা নিজের পকেটে আনা যায় তার জন্য পেমেন্ট ইন্ট্রিগেশন Stripe ইউজ করা আরও অনেক অনেক টপিক এর Deeply Discussion ছিল পুরো বুটক্যাম্প জুড়ে।
আলহামদুলিল্লাহ আমার এক্সেপ্টেশনের চেয়ে বেশি কিছু আমি পেয়েছি এবং আরোও পাব সামনে Next.js, GraphQl এর বোনাস ক্লাস।কেউ যদি গতানুগতিক কাজ না জেনে ভালোভাবে কিছু আসলেই শিখতে চায় তাহলে তার জন্য এই বুটক্যাম্প। তবে প্রচুর সময়, প্রোপার মাইন্ডসেট , শিখার অদম্য ইচ্ছা যদি থাকে তাহলে স্টেপ বাই স্টেপ একটা জার্নির জন্য রেডি হতে পারেন

Abu Nasir

recommends

JavaScript Ninja

October 1. 

সফলভাবে ফুল-স্ট্যাক রিঅ্যাক্ট অ্যাপ ডেভেলপমেন্ট বুটক্যাম্প (ব্যাচ-৩) শেষ করলাম। সামিম ভাইয়ের সবগুলো কোর্স একজন শিক্ষার্থীকে কঠোর পরিশ্রমী হতে এবং নির্দিষ্ট গোলে পৌছাতে সাহায্য করবে। কোর্স এর শুরুতে একটু কঠিন লাগলেও সামিম ভাইয়ের শেখানোর পদ্ধতিতে সবকিছু সহজ হয়ে গিয়েছে । উনি এখানে রিএক্ট এর সবকিছু খুব যত্ন সহকারে, খুটিনাটি খুব ভালোভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছেন। একজন বিগিনারের জন্য এটি অত্যান্ত উপকারী একটি কোর্স। জাভাস্ক্রিপ্ট বুটক্যাম্পের মত এখানেও প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি। এটি শুধুমাত্র একটি ফ্রন্টএন্ড ডেভেলপমেন্ট কোর্সই নয়। এখানে Strapi দিয়ে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এবং আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্ট শিখেছি। যারা রিঅ্যাক্ট ডেভেলপার হতে চান তাদের আমি এই কোর্সটি রেকমেন্ড করব। সামিম ভাইকে অসংখ্য ধন্যবাদ।

Ramjan Ali

recommends

JavaScript Ninja

October 3. 

জাভাস্ক্রিপ্ট বুটক্যাম্প শেষ করার পর ইচ্ছা ছিল নেক্সট লেভেল এ আবার ও শামিম ভাই এর কাছে শিষ্যত্ব বরন করার। অল্প দিনে মধ্যেই রিয়্যাক্ট বুটক্যাম্প-৩ এ জয়েন করি। শামিম ভাই এর অসাধারণ টিচিং এবং ওনার জ্ঞানের পরিধির কারনে আমাদের এই জার্নিটা অনেক সাবলিল এবং ইন্টারেস্টিং করে তুলেছিলেন। বুটক্যাম্প এ আমাদেরকে রিয়্যাক্ট ইকোসিস্টেম এর প্রায় সবকিছুই খুব দারুনভাবে উপস্থাপন করেছেন । আমাদেরকে শিখিয়েছেন হেডলেস সিএমএস স্ট্রাপি। যেটা দিয়ে ছোট-মাঝারি বা বড় যে কোন ধরনের এ্যাপ্লিকেশন এর ব্যাকএন্ড খুব দ্রুত এবং ইফেক্টিভ ভাবেই তৈরী করা যায়।
শামিম ভাই খুবই আন্তরিকতার সাথে প্রতিটা টপিক ধরে ধরে শেখান যেটা তাঁর একটা অসাধারন গুন এবং আমি এই ব্যাপারটায় তাঁর ভিষন গুনমুগ্ধ একজন ছাত্র।
শামিম ভাই এর কোর্স শেষে যেটা হয়, সেই সাবজেক্ট এর উপর ভিষন ভাল একটা ফাউন্ডেশন এবং কনফিডেন্ট তৈরী হয় এবং যে কোন ধরেনর প্রজেক্টএ হাত দিতে ভয় এর ব্যাপারটা থাকে না। আমার ব্যাক্তিগত ভাবে মনে হয় এটা সব থেকে বেশি জরুরি।
ভবিষ্যতে রিয়্যাক্ট শিখতে আগ্রহীদের জন্য আমার ১০০% রিকমেন্ডেশন থাকবে এই বুটক্যাম্প এ জয়েন করার।
শামিম ভাই এবং টীম তাঁদের এই প্রচেষ্টার ধাঁরা অব্যাহত রাখুন আমাদের দেশ এর কমিউনিটির জন্য, সেই কামনা করি।

ZX Rajib

recommends

JavaScript Ninja

September 29. 

I completed React Application Development Bootcamp Batch-3. Before joining this bootcamp I was trying to learn react by watching various tutorials. But it was not possible to learn properly. Then I came to know about this course and joined. Which was the best decision for me. In this course react is taught with proper guidelines and proper way. Which is very important for a beginner. So I must say as a beginner to choose the course to learn React Application Development Bootcamp properly.

Saddam Hossen

recommends

JavaScript Ninja

October 4. 

আসলে অনেক দিন থেকেই আমার রিয়েক্ট নিয়ে কাজ করা হচ্ছে। কিন্তু এই বুটক্যাম্পে জয়েন করে বুঝতে পেরেছি যে রিয়েক্ট এ এতকিছু আছে তা আগে জানতাম ই না। রিয়েক্ট এর কোর ফিচারস, কেন রিয়েক্ট প্রয়োজন, কিভাবে SPA কাজ করে, রিয়েক্ট এর Philosophy ইত্যাদি। তাছাড়া ক্লাস-বেসড কম্পোনেন্ট ,ফাংশনাল কম্পোনেন্ট, লাইফসাইকেল মেথড, লাইফসাইকেল হুকস, কাস্টম হুক, হায়ার অর্ডার কম্পোনেন্ট, কন্টেক্সট এপিয়াই, রিডাক্স, রিডাক্স টুলকিট, HTML project to React app এ কিভাবে কনভার্ট করতে হয়, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট এর লাইব্রেরী প্যাকেজ গুলো কিভাবে রিয়েক্ট এর প্যাকেজ দিয়ে ইউজ করতে হয় ইত্যাদি। পারর্ফম্যান্স অপ্টিমাইজেশন এর জন্য React memo, useMemo, useCallback, React Profiler, React. Lazy, code splitting, React Query, Error Boundary ইত্যাদি ছিল ইন্টারেস্টিং টপিক। ব্যাকেন্ড সলুশন এর জন্য Strapi হলো সেই লেভেলের জিনিস । উপরোক্ত সব গুলা বিষয়ের Deeply Discussion ছিল পুরো বুটক্যাম্প জুড়ে।
অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় মেন্টর শামীম ভাইকে উপরোক্ত টপিকস গুলা সুন্দর ভাবে শেষ করে দেওয়ার পাশাপাশি, Job market analysis, Real time project scenario analysis ইত্যাদি বিষয়ে সুন্দরভাবে আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ এক্সেপ্টেশনের চেয়ে বেশি কিছু পেয়েছি।
ধন্যবাদ সবাইকে।

মিরাজ উদ্দিন

recommends

JavaScript Ninja

October 4. 

Alhamdulillah, I’ve successfully completed another resourceful Bootcamp (Fullstack React Bootcamp)
Continuous pressure and support from the course mentor, Samim Vai, is one of the main reasons why Bootcamp in JSNINJA Platform is different from other courses. Because here, the environment will push you to learn. If anyone wants to learn React from zero to mastery level, then this course is for you.
Here I’ve learnt how to think in React. Complex topics like React Life-cycle, Context API, Redux, Redux Toolkit, Code Splitting, React Memoization, React Profiler, and so on were covered here during the Bootcamp.
The most interesting part is, after some theory topics were covered, there was always an assignment project to practice the concepts. 6-7 projects like Quiz Application, Portfolio, Multi-author blog, E-Commerce Payment Integration, HTML to React Conversion, etc. were covered here. You won’t feel alone because the support system of the mentor and his moderators is outstanding.
Another amazing thing is that I’ve learnt to use Headless CMS like Strapi to integrate authentication and authorization and dynamic content added from the backend.Documentation reading is the key part of this bootcamp. I had to read a lot of documentation on Tailwind CSS, React Form, React Bootstrap, React Custom Hook etc. to implement them in the projects.

Radim Hossain

recommends

JavaScript Ninja

October 6. 

All praise to Allah, successfully completed this course. Full-stack React App Development Bootcamp (Batch-3). It was undoubtedly a better learning experience. All the modules discussed in detail clearly by Samim Bhai. As a beginner, I had doubt some doubts on some topics but Samim Bhai made it really easy by explaining perfectly.
Didn’t expect to learn backend as well from this course. I will recommend this course to everyone who want to start their carrier in React.
—– Full-stack React App Development Bootcamp (Batch-3)

Hafijur Rahman

recommends

JavaScript Ninja

October 6. 

Alhumdulillah! I successfully finished Full-stack React App Development Bootcamp (Batch-3). It was an incredible journey for me. This course taught me to be a hard worker and achieve a goal. In this course I learned in detail and in every module at the starting point I felt this module may be going to be hard for me but Samim vai always finished the module in such a way that made my life easy. All hooks and components were described very smoothly and I hope for a beginner it’s the perfect course for React learning.
I got more than expected. It was not only a frontend development course I learned backend development with the Strapi Content Management system and international payment gateway and all eCommerce functionality.
After completing this course I have completed some projects and now I feel confident to apply as a junior developer in the international job marketplace and I will recommend this course to those who want to be React Developers.
Thanks, Samim Vai for making my life easy.

Hasan Mozumdar

recommends

JavaScript Ninja

October 8. 

একটি অসাধারণ জার্নি ছিলো। বেসিক থেকে এডভান্স প্রায় সবগুলো টপিক ডিলেইল এক্সপ্লেইন করা হয়েছে এই বুটক্যাম্পটিতে।
এই কোর্সটি করার পর এখন এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ রিয়্যাক্ট শেখার জন্য নতুন করে আর কোন কোর্সে এনরোল করতে হবেনা।
রিয়্যাক্টের কম্পোনেন্টস প্রপস থেকে শুরু করে স্টেট কনটেক্সট এপিআই হুকস কন্ডিশনাল রেন্ডারিং ফর্ম হ্যান্ডলিং আর ক্লাস কম্পোনেন্ট এবং লাইফ সাইকেল হুকস নিয়ে এত বিস্তারিত আলোচনা হয়েছে সাথে প্র্যাকটিক্যাল প্রজেক্টে ইমপ্লিমেন্টেশন রিয়্যাক্ট নিয়ে কাজ করার যে ভয় সম্পূর্ণ কেটে গেছে, সাথে সাথে ডকুমেন্টেশন এক্সপ্লোর করে শেখার ইফেক্টিভ ওয়েটা জানতে পারলাম এই বুটক্যাম্প থেকেই। স্ট্রাপি সিএমএস ব্যাকএন্ডকে সত্যি খুব সহজ করে দিয়েছে। যেটা এই বুটক্যাম্পের স্ট্রাপি সিএমএস রিলেটেড ক্লাস না করলে বুঝানো টাফ। আল্টিমেটলি এই কোর্স আপনাকে সর্বোচ্চ কনফিডেন্স পেতে হেল্প করবে। আপনার রিয়্যাক্ট নিয়ে কাজ করতে আর ভয় করবেনা, যেকোন নতুন কিছু আপনি নিজে থেকে এক্সপ্লোর করে ইমপ্লিমেন্ট করার মানসিকতা তৈরি হয়ে যাবে।
রিয়্যাক্টতো অবশ্যই এছাড়াও কোন একটা টেকনোলজি কিভাবে অল্প সময়ে ইফেক্টিভলি শেখা যায়, কিভাবে থিংকিং করতে হয় ইমপ্লিমেন্টেশন করতে হয় সেটা জানতে চাইলেও এই কোর্সে এনরোল করার জন্য সাজেস্ট করবো।
Better than 100+ courses of react in Bangladesh.

Abdul Mannan

recommends

JavaScript Ninja

October 7. 

I was looking to learn React JS practically. Then I got admitted into Fullstack React Bootcamp (Batch – 3). I found it’s an excellent bootcamp for professionals who wants to develop web app by React JS. The instructor is great, explains the material clearly,
with plenty of examples and practice. The great things was the daily task and upload git and share. It was very practical, So I can be fluent in react by daily practice, plus a lot of additional resources are provided to help students achieve a long term change in how they perceive and give feedback.
I have learned following things with 10 projects.1. Core React 2. Static template to react 3. React Routing 4. State Management 5. Context API 6. Redux and Redux toolkit 7. Material-UI 8. Tailwind-UI 9. Bootstrap-UI
Overall, I consider this a great course, with a great instructor and I would recommend it to anyone!

Mobin

recommends

JavaScript Ninja

November 12 at 8:40 PM. 

এই কোর্স থেকে যা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই কোর্সটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো। কয়েকটি পয়েন্ট না বললেই নয়….. ১. বেইসিক টু এডভান্সড শিখানো হয়েছে। ২. একটা টপিক কমপক্ষে ৩ থেকে ৪ বার রিপিট করানো হয়েছে, যার ফলে টপিকগুলো ব্রেইনে সেট হয়ে গেছে। ৩. সোশাল গ্রুপে অলমোস্ট ২৪ ঘন্টাই সাপোর্ট পাওয়া যায়। তাছাড়া প্রয়োজন হলে লাইভ সাপোর্ট নেয়া যায়। 4. বাস্তবে কোন প্রজেক্টে কিভাবে কাজ করতে হয় তা স্টেপ বাই স্টেপ শিখানো হয়েছে। ৫. কিভাবে প্রব্লেম সলভিং করতে হয় তা খুব ভালভাবে শিখানো হয়েছে। ৬. প্রোগ্রামিং ল্যাংগুয়েজের এর বেসিক টোলসসহ এমন আরও কিছু শিখানো হয়েছে যা অন্যান্য ল্যাংগুয়েজেও ইউজ করা যায় । যেমন – ক্লিনকোড উইথ ওওপি, ফাংশনাল প্রোগ্রামিং, রেগুলার এক্সপ্রেশন ইত্যাদি। ৭. কিভাবে কোড ডিবাগিং করতে হয় তা ভালোভাবে শিখানো হয়েছে। ৮. জাভাস্ক্রিপ্টের উপর ইন্টারন্যাশনালি এক্সেপ্টেবল ফ্রী কোড ক্যাম্প এর সার্টিফিকেশন কোর্স কমপ্লিট করানো হয়েছে। ৯. এই কোর্সে প্রায় দশ থেকে পনেরোটি প্রজেক্ট করে দেখানো হয়েছে। ১০. এই কোর্স কমপ্লিট করার পর আপনার শিখার আগ্রহ আরোও অনেক বেড়ে যাবে এবং প্রোগ্রামিং এর প্রতি আপনার একটা ভালোলাগা তৈরি হবে। এছাড়াও নিজের উপর কনফিডেন্স পাবেন এবং আপনার মধ্যে কাজ করার কোনটিনিউইটি চলে আসবে। জাভাস্ক্রিপ্ট শিখার জন্য এই কোর্সটি আমি খুব স্ট্রংলি রিকমেন্ড করছি।

Sultan uddin

recommends

JavaScript Ninja

July 14. 

আমি এই কোর্সে ভর্তি হওয়ার আগে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে খুব অল্প জানতাম। এখন আলহামদুলিল্লাহ একটা কাস্টম প্রজেক্ট ডেভেলাপ করতে গেলে কিভাবে লজিকাল থিংকিং এর মাধ্যমে অরগানাইজড ভাবে ক্লিন কোড লিখা যায় তা শিখেছি। পাশাপাশি প্রব্লেম সলভিং এপ্রোচ সম্পর্কে ভাল ধারণা পেয়েছি। শামীম ভাইয়া এতো বেশি আন্তরিক শিখানোর ব্যাপারে তা এই কোর্সে ভর্তি নাহলে কখনো বুঝতে পারতাম না। লাইভ ক্লাস, ওয়ান টু ওয়ান সেশন সহ সব মিলে কোর্সটি হাইলি রিকমেন্ডেড বলে আমি বিশ্বাস করি।

Kawsar Ahmed

recommends

JavaScript Ninja

July 16. 

বিগিনারদের জাভাস্কিপ্ট শেখার জন্য স্টেপ বাই স্টেপ রিসোর্স পাওয়া কঠিন। এই বুটক্যাম্পটা এমনভাবে সাজানো হয়েছে যেখানে একজন বিগিনার স্টেপ বাই স্টেপ একটা জার্নির মধ্য দিয়ে যাবে । এতে খুব কম সময়ের মধ্যে ভালো একটা আউটপুট পাওয়া সম্ভব । যদিও আমি আগে থেকে জাভাস্কিপ্ট নিয়ে কাজ করতাম তবুও কেন জানি আমার মনে হতো, জাভাস্কিপ্টের অনেক কিছু শেখার বাকি আছে । তাই জয়েন করে মিসিং অনেক টপিক শিখে নিয়েছি।অন্যান্য জায়গায় যেভাবে ক্রিটিকাল টপিকগুলো স্কিপ করে যাওয়া হয়, এখানে কিন্তু ধরে ধরে ইনডেপ্ত বুঝানো হয়। যদি কেউ, একটা জার্নির মধ্য দিয়ে যেতে চায় তাহলে আমি বলবো এখানে জয়েন করতে।

Muzahid

recommends

JavaScript Ninja

November 12 at 11:43 AM. 

প্রথমে এই কোর্স সম্পর্কে জানতে পারি ফেসবুকের মাধ্যমে। তাদের কোর্স কারিকুলাম পরলাম, কিভাবে বুটক্যাম্প চলবে সেই বিষয় টাও পড়লাম এবং সবমিলিয়ে ভালো লাগলো।
সবচেয়ে বেশি যেই বিষয় টা ভালো লেগেছে, সেটা হলো তাদের ডেইটি টাস্ক ডেইলি সাবমিট করতে হবে, অন্যথায় পরে সাবমিট করার সুযোগ নেই,, এটা খুব ভালো লেগেছে। এতে করে কাজের প্রতি আগ্রহ থাকবে যে প্রতিদিনের কাজ প্রদিন শেষ করতে হবে।
যে কোনো কাজ শিখার জন্য এটা খুবি প্রয়োজন যে, একজন মেন্টর আপনাকে কিছু কাজ দিবে এবং দিনশেষে সেই কাজ আপনাকে জমা দিতে হবে, যখন বিষয় টা এমন হবে, আর তখনি আপনার শেখাটাও ভালো হবে।এই কোর্সে বেসিক থেকে এডভান্স এবং প্রতিটা টপিকস ডিপ লেভেলে শিখানো হয়েছে।
রেগুলার গাইডলাইন এর মাধ্যমে আপনাকে ফ্রিকোডক্যাম্পের মতো আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম শেষ করিয়ে দেওয়া হবে, এমন ভাবে ডেইলি টাস্ক থাকে যে আপনি নিজেই শেষ করে ফেলতে পারবেন, ইনশাআল্লাহ।এই কোর্স থেকে প্রোগ্রামিং এর লজিক ডেভেলপ করতে সক্ষম হয়েছি ।
সুন্দর একটা গাইডলাইনের মাধ্যমে কীভাবে সামনের দিকে আগানো যায় তা বা কাজ শেখা যায় এই কোর্সের মাধ্যমে জানতে/শিখতে পেরেছি।বাংলা ভাষায় এতো ডিটেইলস এক্সপ্লেনেশন সহ জাভাস্ক্রিপ্ট বুটক্যাম্প কোর্স অন্য দ্বিতিয়টি নেই, আমার কাছে মনে হয়।
showkot Ali

Showkat Ali

recommends

JavaScript Ninja

November 22 at 12:35 AM. 

আমি আগেও course করেছি এবং অনেক video দেখেছি কিন্তু নিজের মত করে কোন একটা problem নিয়া চিন্তা করতে পারতাম না । আমি এখানে course করার আগে অন্যান্য যারা course করায় তাদের অনেকের সাথে কথা বলেছি । সেখানে HTML, CSS, JavaScript, Database, React JS সহ আরো কিছু থাকে তাদের course এ যা অনেক lengthy যা আমার জন্য দরকার ছিলনা । আমার শুধু দরকার ছিল JavaScript তাই এ course টা করি । এখন আল্লাহর রহমতে নিজের মত করে কোন একটা problem নিয়া চিন্তা করতে পারি । এবং অনেক গুলো problem solve করেছি । এখানে ‘Free code camp’ website এর ৩০০ ঘন্টার Javascript এর prolem solving শেষ করা হয়েছে । আমি এখান থেকে অনেক কিছু শিখতে পারছি। Lucky Game নামে একটা projcet করানো হয়  এখানে কিভাবে একটা projcet শূন্য থেকে শুরু করতে হয় তা part by part আলোচনা করা হয়েছে । তার পর Vanila Javascript দিয়া CRUD operation করা হয় এখানে দেখানো হয় কিভাবে Local Storage Manage করতে হয় । আর API নিয়ে কিভাবে কাজ করতে হয় তার উপড় ও Weather App বানানো হয় । তাছাড়া আমাদের ও ঐ সব project related কিছু project আমাদের করতে হয়েছে। আমি এ course করে satisfied। র্সবপুরি বলব, ওনারা যে support দিয়েছে এতে আমি পুরোপুরি সন্তুষ্ট । আল্লাহ ওনাদের মঙ্গল করোক ।

Anik Barua Turjoy

recommends

JavaScript Ninja

November 18 at 8:07 PM. 

I am JavaScript Bootcamp batch-8 student.This course is very very important for me because,
1. This course helped me solve JavaScript problems in depth and for a beginner, it is essential to know about any Programming language to move on.
2. This course forced me to learn all concepts that’s why I have learned many things from here and I saved a lot of time, I will not be able to learn much, within a short time without this course.
3. JavaScript main core concepts cleared here and so I completed many problems solving
4. I chose this course because I found valuable information about this course I saw other courses show a lot of items but they do not complete or they do not force a student to complete their task but I learned this course forces students to finish their task with valuable feedback, my decision was best.
5. Everyone should join this course because everyone should know the depth of any language so this course will help them to know javascript in depth.Best of luck to all for a depth learning journey.

Foysal Mahabub

recommends

JavaScript Ninja

November 22 at 2:35 AM. 

I was a student of Javascript Programming Bootcamp Batch-08. Before joining this enormous bootcamp, I used to learn code by watching popular youtube series and other online courses. But I lacked in mainly consistency and other courses failed to make me consistent as if I am learning programming without passion. Then I found JS Ninja and get to know the detail syllabus of javascript bootcamp. Their curriculum and teaching method and learning process are unique. The consistency of practicing programming, continuous problem solving, real life practical projects, topic by topic videos and their continuous support made me fall in love with javascript. I can’t thank them enough

Purnoy Hoq

recommends

JavaScript Ninja

November 28 at 1:34 PM. 

অনলাইনে জাভাস্ক্রিপ্ট এর বেস্ট কোর্স এটা। একদম ডিপ নোলেজ নিয়ে ধরে ধরে শিখানোর কোন কোর্স অনলাইনে আমি সো ফার পাই নাই। কিন্তু জাভাস্ক্রিপ্ট নিঞ্জা যেভাবে কোর নোলেজ নিয়ে শেখায় সেভাবে ফলো করে গেলে যে কেউ শিখতে বাধ্য। আমি ধন্যবাদ দিতে চাই জাভাস্ক্রিপ্ট নিঞ্জাকে কারণ উনারা না থাকলে এই বুড়ো বয়সে সে প্রোগ্রামিং করার মোটিভেশনটা পেতাম না।

Arup Debnath

recommends

JavaScript Ninja

August 27. 

This is the best course to kickstart learning data structures, algorithms problem-solving. Every topic was covered with so many details and solving problems.
1st batch
DSA problem solving master class

Arman UI Alam

recommends

JavaScript Ninja

August 15. 

I’ve done DS and Algo. I was also a student of react course. The way Samim bhai teaches is incredible. He gives his maximum effort to make us successful throughout the course. Highly recommended!

Jannat Mursalin

recommends

JavaScript Ninja

August 16. 

অবশেষে আমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের দীর্ঘ তিন মাসের জার্নি শেষ হলো, এই প্লাটফর্ম নিয়ে নতুন করে বলবার কিছু নেই, জাভাস্ক্রিপ্ট নিঞ্জা শুধু লার্নিং প্লাটফর্ম নয়, আমার কাছে জাভাস্ক্রিপ্ট নিঞ্জা ভালোবাসার জায়গা । এই প্লাটফর্মে জাভাস্ক্রিপ্ট বুটক্যাম্প দিয়ে আমার জার্নি শুরু হয়েছিলো, জাভাস্ক্রিপ্ট, রিয়্যাক্ট এরপরে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেষ করলাম।
ইফেক্টিভ কোর্স কারিকুলাম, ডেডিকেটেড সাপোর্ট, ডেডিকেটেড ইন্সট্রাক্টর, সবমিলিয়ে এই প্লাটফর্ম অন্য আট-দশ’টা প্লাটফর্ম থেকে বেস্ট। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম আমার কাছে সবসময়ই ভয়ের একটা সাবজেক্ট ছিলো, সেই ভয়টা কেটে গেছে এখান থেকে কোর্স টা কমপ্লিট করার পর, এখন বরংঞ্চ ভালো লাগার একটা সাবজেক্টে পরিণত হয়েছে,এখানে প্রতিটা টপিকের উপর ইনডেপ্থ ডিসকাশন ছিলো এবং সাথে ছিলো প্রবলেম সলভিং। যা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কে গলাধঃকরণ করতে হ্যাল্প করে প্রতিটি স্টুডেন্ট’কে, কোন স্টুডেন্ট যদি ইন্সট্রাক্টর এর ইন্সট্রাকশন ফলো করে পুরো কোর্স কমপ্লিট করে, তবে দিনশেষে সে নিজেই নিজের এচিভমেন্ট বুঝতে পারবে।

Imran Hossen

recommends

JavaScript Ninja

August 15. 

কম্পিউটার সায়েন্স এর ব্যাসিক হচ্ছে ডাটা স্ট্রাকচার এন্ড এলগরিদম। আমরা অনেকেই জানিনা কিভাবে এই টপিক নিয়ে ডিল করতে হবে। Js Ninja এর সামিম ভাইয়া খুব সুন্দর করে এই টপিক গুলো শিখিয়েছে। কমপ্লেক্সিসিটি এনালাইসিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডাটা স্ট্রাকচার, প্রব্লেম সলভিং প্যাটার্ন এবং কিভাবে ইফেক্টিভ এলগরিদম লিখতে হবে এই বিষয় গুলো শিখিয়েছেন। কেউ যদি ডিএসএ শেখার কথা ভেবে থাকেন তাও আবার জাভাস্ক্রিপ্ট দিয়ে তাহলে এই কোর্স আপনার জন্য হতে পারে। হাইলি রেকোমেন্ডেড।

Imtiaz Ahmed

recommends

JavaScript Ninja

August 14. 

ALHAMDULILLAH, I AM ONE OF THE LUCKIEST MEMBER OF DATA STRUCTURE AND ALGORITHM COURSE (1ST BATCH)
At first I had very little knowledge about Algo and DS and lots of fear. But I wanted to learn from scratch. Then I found this course very informative and effective to enlarge my knowledge. It was an amazing journey and learnt lots of things.
I highly recommend someone who wants to learn and make their base strong in ALGO & DS.
Wishing best of luck to Shamim Bhai and the entire team.
DS & ALGO (1st batch)

Himu Roy

recommends

JavaScript Ninja

August 17. 

যাঁরা বাংলায় জাভাস্ক্রিপ্ট এ ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম শিখতে চান তাঁদের জন্য Javascript Ninja এর সত্যি অসাধারণ একটা কোর্স হবে। এখানে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম এর মৌলিক বিষয়গুলো খুব ভাল ভাবে শেখানো হয়েছে। ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম এর বিষয় গুলোকে ভেঙ্গে ভেঙ্গে ও ভিজ্যুয়াল এর মাধ্যমে দেখানো হয়েছে বলে কীভাবে প্রবলেমগুলো সলভ করতে হয়, তা সহজে বুঝতে পারি এবং এভাবে অনেকগুলো প্রবলেম ভেঙ্গে ভেঙ্গে সলভ করে দেখিয়েছেন। প্রতিটা বুট ক্যাম্প ও কোর্সে যেমনটা প্রচেষ্টা করে থাকেন সর্বোত্তম বোঝানোর। ভবিষ্যতে শামীম ভাইয়ের নতুন কোনো বুট ক্যাম্প বা কোর্সে ইনরোল হওয়ার ইচ্ছা আছে। ডাটা স্ট্রাকচার ও অ্যালগোরিদম এবং প্রবলেম সলভিং। ব্যাচ – ১

Ishtiaq Ahammed

recommends

JavaScript Ninja

August 15. 

আলহামদুলিল্লাহ, ডেটাস্ট্রাকচার এলগোরিদম কোর্সটি শেষ করলাম। প্রোগ্রামিং নলেজ ও ব্রেইনস্ট্রমিং করার জন্য এই কোর্সটি সত্যিই অসাধারণ। কোর্সটি অনেক তথ্যবহুল এবং এবং প্রতিটি টপিক ভেঙ্গে ভেঙ্গে বুঝানো হয়েছে, পাশাপাশি leetcode থেকে প্রতিটি টপিকের উপর প্রবলেম সলভ করে দেখানো হয়েছে। কোর্স চলাকালিন অনেক অনেক প্রবলেম সলভ করে কনফিডেন্ট বিল্ড করতে পেরেছি। যারা ডেটাস্ট্রাকচার এলগোরিদম শিখতে চান এবং ফাউন্ডেশন গ্রো করতে চান তাদের জন্য এই কোর্সটি হাইলি রেকমেন্ডেড। লাইভে ক্লাসে যত কোয়েশ্চন-কনফিউশন আছে সব ক্লিয়ার করে নেয়া যায়। তাছাড়া সর্বক্ষনিক সাপোর্টত ত আছেই। কোর্স ইন্সট্রাক্টর Muhammad Samim ভাইকে অসংখ্য ধন্যবাদ। Data structure and Algorithm(1st batch)

Nozibul Islam

recommends

JavaScript Ninja

August 31. 

Data Structure & Algorithm course was one of the best courses in our Country. Mentors are excellent. I’ve done my Data structure and algorithm course. Every topic was covered with so many details and solving problems.
DSA problem-solving master class,
1st batch

Ashique Abdullah

recommends

JavaScript Ninja

Aug 15. 

The best data structures and algorithm course that I have taken!
The complex topics are made simpler at the expense of teaching style that allowed me to make it applicable in a real world situations.
Data structure, Algorithm problem solving
Batch -1

Saiful Islam

recommends

JavaScript Ninja

August 15. 

I have completed all class from Data structures and algorithms batch (1). before joining this class I have no idea about DSA but after joining this class I have learnt a lot .I have made confident myself by this courses. The instructor push high energy from him and explained all things line by line.i hope this course is the best anyone to develop her or his problem solving skills.

Nabed Khan

recommends

JavaScript Ninja

August 20. 

Finally, I completed DSA Course. After completing this course I have learned how to solve a problem with the best approach and how can i increase problem time complexity.  In this course, I have learned about the most popular data structures and algorithms such as link-list, stack, queue, hash-table, tree, heap, binary-search, BFS, DFS, quick-sort, merge-sort and many more.  I am highly recommended this course if you want to learn DSA!!

Sajib Chandra

recommends

JavaScript Ninja

August 15. 

Data Structure & Algorithm course was one of the best courses. Our instructor is undoubtedly amazing. He had tried his best to learn us. He was very determined to listen to our class responses as well. It was nice to enforce on us for finishing our tasks on time.  At the end of the day, I can assure you that you never disappointed with this course if you can spend solid 2-3 hours in a day
DS & ALGO
1st batch

Hrithik Rudra

recommends

JavaScript Ninja

August 28. 

First of all thanks to Muhammad Samim bhaiya for his efforts to describe every topic in such a way that any one can understand every topic in such a tough course like Data Structure and Algorithm. Every topic was well explained with numerous example and leetcode problem.Anyone who wants to improve his/her problem solving skills can enroll in this course.But one thing is that,to keep pace with this course, anyone should always spent 3-4 hours daily otherwise it will be difficult to keep pace with the instructor. Batch 1,DSA.

Arefin Talukder

recommends

JavaScript Ninja

August 27 . 

ডাটা স্ট্রাকচার ,এলগরিদম মানেই মনে ভীতি সৃষ্টি হতো , এই  Data Structure, Algorithm Problem Solving (Batch-1)  এই ব্যচের কোর্সটা করে সেই ভীতি দূর হয়েছে ।বিশেষ করে leetcode  থেকে সরাসরি অনেক গুলো প্রভলেম সল্ভ করে দেখিয়েছিলেন । তাছাড়া ও সিলেবাসের চেয়ে বেশি টপিক কাভার করা হয়েছে ।
সব সময় আমাদের ক্লাসে একটিভ রেখেছিলেন। তিনি তার সর্বোচ্চ আমাদের দেওয়ার চেষ্টা করেছেন। শামিম ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটা কোর্স উপহার দেওয়ার জন্য।

Asadul Islam

recommends

JavaScript Ninja

August 15. 

Data Structure, Algorithm Problem Solving (Batch-1) এর অনলাইন লাইভ কোর্স দীর্ঘ তিন মাসের জার্নি অবশেষে শেষ হয়েছে ১৩/০৮/২০২২ তারিখে। অসাধারণ একটা কোর্স  ছিল। কোর্সের মেন্টর শামিম ভাই ডাটা স্ট্রাকচার খুব ভালভাবে বুঝিয়েছেন এবং অনেকগুলো প্রবলেম সলভ করেছেন। সব সময় আমাদের ক্লাসে একটিভ রেখেছিলেন। তিনি তার সর্বোচ্চ আমাদের দেওয়ার চেষ্টা করেছেন। শামিম ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটা কোর্স  উপহার দেওয়ার জন্য। যদি শেখার ইচ্ছা থাকে এবং পরিশ্রম করার মন মানসিকতা থাকে তাহলে এখান থেকে বেস্ট টা নিতে পারবেন আশা করি।