All Courses

Most intensive project based course on topics in Bangla

3,499

Mastering Javascript Advanced Concept | Complete Javascript Course With Projects

2,499

Mastering Javascript Fundamentals With Projects | Complete Javascript Course With Projects

2,999

Full-stack React with Firebase | Job Ready Complete React Web Developer course

2,999

Mastering React Core with Projects | Job Ready Complete React Web Developer Course

6,500

Practical Node.js | Beginner to professional(A complete Node.js Masterclass)

What Our Students Have to Say

শুরুটা ওয়েব ডিজাইন দিয়ে শুরু। কিন্তু আস্তে আস্তে বুজতে পারলাম এই ট্রাক এ থাকতে হলে JavaScript এর বিকল্প নাই। কারন আমাদের অফিস এ তখন ionic, JavaScript, html, css দিয়ে মোবাইল অ্যাপ এর প্রোজেক্ট করা হচ্ছে । আর আমি সেই টিম এর একজন । কিন্তু আমি JavaScript না পারার কারনে শুধু ডিজাইন নিয়ে খুশি থাকতে হল । তখন মনে হল আমি যদি JavaScript পারতাম তাহলে ফুল অ্যাপ্লিকেশান টা তো আমি করতে পারতাম । তখন থেকে JavaScript শেখার আগ্রহ আরও বেড়ে গেল । ওই কোর্স টা করে আমি মাইন্ড সেট করে ফেললাম এর পর যে কোর্স হোক না কেন আমি অবশ্যই করব । তারপর শামিম ভাই নিয়ে এল complete JavaScript course with projects . সুতরাং দেরি করার কোন কারন ছিল না এবারও সাথে সাথে আমি enroll করে ফেললাম ।সবথেকে আমার ভাল লেগেছে একটা প্রোজেক্ট কি ভাবে ছোট ছোট করে ফুল কমপ্লিট করতে হয় । মোটকথা একটা প্রোজেক্ট ফিনিশ করতে কি কি লাগবে ? কি কি শিখতে হবে ?কিভাবে শিখতে হবে সব ধরনের ধারনা আমি এই কোর্স টা করে বুজতে পারছি ।অনেকে বলতে পারেন এত এত ইংলিশ ভাল কোর্স তাহলে বাংলা কেন । আমার মনে হইছে যে ইংলিশ থেকে বাংলা আমার জন্য ভাল হবে শুরুটা করার জন্য যাতে করে আগ্রহ হারিয়ে না ফেলি JavaScript শেখার জন্য । এই জন্য আমি সর্বপ্রথম বাংলাকে গুরুত্ব দিয়েছি ।কোর্স টি যেকোনো beginner এর জন্য ভাল করে সাজান হয়েছে । কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা যে শুধু beginner উপকৃত টা না advanced user দের জন্য অনেক হেল্পফুল বিষয় আছে । কোর্স টি ছোট ছোট প্লাস বিগ প্রোজেক্ট আকারে করা । সুতরাং খুব হেল্পফুল যে কোন ইউজার দের জন্য ।
Biswas Bipon
Front-end Architect
আমি Webdeveloper BD -এর javascript premium course টা করছি। প্রতিটি টপিক খুব সুন্দরভাবে বুঝান হয়েছে। এই couse এর যেই জিনিসটি সবচেয়ে বেশি ভাল লেগেছে তা হল যে কোন সমস্যা যদি গ্রুপে পোস্ট করে তার সমাধান খুব ধ্রুত দেয়া হয়। এই সার্ভিসটা খুব কম জায়গাতে পাওয়া যায়। এই course এর আরও একটা ভলো দিক আছে। প্রতিটা টপিক কিভাবে একটা প্রোজেক্টে কিভাভে apply করব তা code করে line by line বুঝিয়ে দেয়া হয়েছে । এই course টার এখনও আমার ২ টা section বাকি আছে । এই course টা করে আমি satisfied ।
Muhammad Jubayer Alam
Front-end web developer
কোন নতুন কিছু শিখতে গেলে তা প্রথমে কঠিনই মনে হয়, কিন্তু ঐ শিখার বিষয়টা যদি নিজের ভাষায় শিখা যায় এবং তা যদি একজন ভালো শিক্ষকের কাছ থেকে শিক্ষা লাভ করা যায়, তাহলে বিষয়টি তেমন কঠিন থাকে না। আমি একজন কৌতূহলী এবং প্রযুক্তিপ্রেমী মানুষ। তাই সবসময় শিখার জন্য মুখিয়ে থাকি। বর্তমানে ওয়েব ডেভেলপারদের জন্য রিয়েক্ট একটি হট টেকনোলজি! এর জব চাহিদাও প্রচুর। তাই যে কোন বিগিনার এই প্রযুক্তিকে নির্দ্বিধায় বেছে নিতে পারেন। আমি প্রথমে একটি গ্রপের মাধ্যমে শামিম ভাই সম্পর্কে জানতে পারি। পরে তার সাথে যোগাযোগ করি। তখনও তার রিয়েক্ট কোর্সটি প্রকাশিত হয় নাই। লোকটি অনেক সাহায্য প্রবণ। কারণ আমি ব্যক্তিগতভাবে তার কাছ থেকে অনেক বিষয়ে সাহায্য নিয়েছি। এছাড়া তার Webdeveloper BD ইউটিউব চ্যানেল থেকে অনেক কিছুই শিখতে ও জানতে পেরেছি। আমি তাই নির্দ্বাধায় তার রিয়েক্ট কোর্স কিনে ফেললাম। আর এই পর্যন্ত যতটুকুই শিখেছি তা আমার কাছে অত্যন্ত সহজবোধ্য লাগছে। শামিম ভাই চেষ্টা করেছেন কোর্সটি যথেষ্ট সহজ আর ডিটেইলে বোঝানোর জন্য। আর একটা কথা না বললেই নয়, বাংলায় এতো বড় এবং ডিটেইলস কোর্স আর একটাও নাই। তাই আমি নতুনদের বলব, আমার অভিজ্ঞতা অনুযায়ী এই কোর্সটি নতুনদের জন্য খুবই উপকারী, বিশেষেত যারা নিজের ভাষায় রিয়েক্টের সহজ, সুন্দর এবং ডিটেইলস কোর্স চাচ্ছেন।
Ryan Riaz
Front-end web developer
আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে javaScript একটা Most popular language আর বাংলাতে এর তেমন কোনো ভালো resources খুঁজে পাচ্ছিলাম না সঠিক ভাবে শিখার জন্য । আমার ইচ্ছে ছিল যে javaScript টা একদম ভিতর থেকে শিখার । একজন full beginner হিসেবে আমার জন্য javaScript এর মত একটা high level language এর topics গুলো বুঝাটা অনেক কঠিন ছিল। YouTube এ English tutorial গুলো দেখে topics গুলো সঠিকভাবে বুঝতে পারছিলাম না । আর বেশিরভাগ Bangla video tutorail গুলোতে শুধু javaScript এর Overall একটা ধারনা দেওয়া আছে এবং সবকিছুই এলোমেলো । Beginners দের একটা Big Problem হল কোনটার পরে কোনটা শিখবে সেটা বুঝতে পারে না । আর তখনই এই course টা youtube থেকে খুঁজে পাই । Course টিতে একজন beginner এর কথা চিন্তা করে সকল topics গুলো খুব সহজ ভাবে সাজানো আছে । যদি কারো programing সম্পর্কে কোনো ধারনা নাও থাকে তবুও সে javaScript শিখতে পারবে । বেশ কয়েকটি live project সহ object orented javascript, Asynchronous javascript,Dom Manipulation,Es6 সকল topics খুব সহজে বুঝানো হয়েছে ।
Fojlay Rabbi
Web Developer