Mastering Javascript Advanced Concepts with Projects

Sky Rocket your Javascript knowledge with javascript advanced topics

Features

প্রজেক্ট বেজড কোর্স

এই কোর্সে  টোটাল ৪ টি কমপ্লিট প্রজেক্ট করে দেখানো হয়েছে  এবং প্রতিটা প্রজেক্টে নতুন নতুন টপিকস কভার করা হয়েছে  । যেমন object oriented JavaScript, Asynchronous JavaScript programming, Design Pattern , REST API প্রতিটা কনসেপ্ট প্রাক্টিকালি প্রজেক্ট করে শিখতে পারবেন ।

মাস্টারিং এডভান্স কনসেপ্ট

এই কোর্সে প্রতিটা এডভান্স কনসেপ্ট কিভাবে স্টেপ বাই স্টেপ প্রজেক্টে অ্যাপ্লাই করতে হয় পুরো ব্যাপারটা আপনারা দেখাতে পারবেন

কমপ্লিট এবং ইনডেপ্ত কোর্স

এই কোর্সে ২৫+ ঘণ্টা সময় জুড়ে আপনি জাভাস্ক্রিপ্টের এডভান্স কনসেপ্ট যেমন অবজেক্ট ওরিয়েন্টেড জাভাস্ক্রিপ্ট, অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, রেস্ট এপিআই, ডিজাইন প্যাটার্ন স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন ।

প্রিমিয়াম সাপোর্ট এবং লাইভ সেশন

এই কোর্সের কোথায় ও কাজ করতে গিয়ে অথবা শিখতে গিয়ে প্রবলেম ফেইস করলে আপনি সাপোর্ট পাবেন ,সাথে সাথে আমাদের লাইভ সেশন গুলোতে জয়েন করে যে কোন প্রবলেম অথবা টপিকস নিয়ে ওপেন ডিসকাস করতে পারবেন ।

What our students say!

আমি Webdeveloper BD -এর javascript premium course টা করছি। আমার জানা মতে এত কম cost এ কোন javascript course নাই। আমি ১৪ নাম্বার সেকশন করতেসি। course টাতে টোটাল ২৪ টা সেকশন আছে। প্রতিটি টপিক খুব সুন্দরভাবে বুঝান হয়েছে। এই couse এর যেই জিনিসটি সবচেয়ে বেশি ভাল লেগেছে তা হল যে কোন সমস্যা যদি গ্রুপে পোস্ট করে তার সমাধান খুব ধ্রুত দেয়া হয়। এই সার্ভিসটা খুব কম জায়গাতে পাওয়া যায়। এই course এর আরও একটা ভলো দিক আছে। প্রতিটা টপিক কিভাবে একটা প্রোজেক্টে কিভাভে apply করব তা code করে line by line বুঝিয়ে দেয়া হয়েছে যা অন্য কার course থেকে %১০০ ভাল। রিভিউ এর শেষে জাস্ট একটা কথাই বলি টা হলে এই course টা আমার জীবনটাকে অনেক এগিয়ে দিবে যদি আমি নিয়মিত practice করি।
Ziad Abdul Bari I
Front-end web developer
আপনারা হয়তো জানেন যে বর্তমান সময়ে javaScript একটা Most popular language আর বাংলাতে এর তেমন কোনো ভালো resources খুঁজে পাচ্ছিলাম না সঠিক ভাবে শিখার জন্য । আমার ইচ্ছে ছিল যে javaScript টা একদম ভিতর থেকে শিখার । একজন full beginner হিসেবে আমার জন্য javaScript এর মত একটা high level language এর topics গুলো বুঝাটা অনেক কঠিন ছিল। YouTube এ English tutorial গুলো দেখে topics গুলো সঠিকভাবে বুঝতে পারছিলাম না । আর বেশিরভাগ Bangla video tutorail গুলোতে শুধু javaScript এর Overall একটা ধারনা দেওয়া আছে এবং সবকিছুই এলোমেলো । Beginners দের একটা Big Problem হল কোনটার পরে কোনটা শিখবে সেটা বুঝতে পারে না । আর তখনই এই course টা youtube থেকে খুঁজে পাই । Course টিতে একজন beginner এর কথা চিন্তা করে সকল topics গুলো খুব সহজ ভাবে সাজানো আছে । যদি কারো programing সম্পর্কে কোনো ধারনা নাও থাকে তবুও সে javaScript শিখতে পারবে । বেশ কয়েকটি live project সহ object orented javascript, Asynchronous javascript,Dom Manipulation,Es6 সকল topics খুব সহজে বুঝানো হয়েছে ।
Fojlay Rabbi
Web Developer
আসসালামুয়ালিকুম আমি একজন ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভলপার বেসিক্যালি আমি php and laravel framework নিয়ে কাজ করে থাকি। কিন্তু আমি বুঝতে পাড়লাম যে, আস্তে আস্তে জাভাস্ক্রিপ্ট grow হচ্ছে এবং আমাদের সব জায়গায় জাভাস্ক্রিপ্ট use হচ্ছে এবং দেখলাম যে, নতুন নতুন website গুলোতে জাভাস্ক্রিপ্ট use করছে এবং ভবিষ্যতে জাভাস্ক্রিপ্ট ছাড়া website চিন্তাও করা যাচ্ছে না। শুধু তাই নয় মোবাইল অ্যাপস থেকে ধরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং অন্যান্য সেক্টর গুলোতেও জাভাস্ক্রিপ্টে day by day group হচ্ছে। তাই মনে মনে ভেবে নিলাম যে জাভাস্ক্রিপ্টে শিখব সেইজন্যে বেশ কিছু offline training সেন্টারে দেখতে গেলাম কিন্তু তাদের যে অবস্থা জাভাস্ক্রিপ্ট বলে আলাদা কোন কোর্স পেলাম না একপর্যায়ে এসে web-development বিডি সাথে আমার পরিচয় হয় তারপর আমি এখানে ভর্তি হই এবং web-development এ complete JavaScript course with projects course টা করেছি। আলহামদুলিল্লাহ উনি এত সুন্দর করে বুঝিয়েছে যে একজন বাচ্চা ছেলে ও একজন বড় প্রোগ্রামার হতে কোনরকম সমস্যা হবে না। আরেকটি বিষয় হচ্ছে উনি এতগুলো কনটেন্ট বা video section এখানে আপলোড করেছে যে আমাদের কে চিন্তাও করার প্রয়োজক ছিলনা যে কি শিখবো আর কি শিখবো না । আর যেহেতু নতুনদের জন্য এটা একটা অনেক বড় Problem যে কোন স্টেপ টার পর কোন স্টেপ শিখতে হবে তা আমরা জানিনা । এখান থেকে ফুল্লি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। এটা আসলে একটা গাইডলাইন কোর্স ।
sagor Habib
Sagor Ahmed Habib
Full-stack Developer

Course Content

Expand All
Lesson Content
0% Complete 0/1 Steps

price

3499 taka

Frequently Asked Questions

আপনি এই কোর্সে যে কোনো সময়ে জয়েন করতে পারবেন । কোর্সে জয়েন করার পর আপনি ইমিডিয়েটলি কোর্স করা স্টার্ট করতে পারবেন।

এই কোর্সের মেইন পার্ট রেকর্ডেড কিন্তু এই কোর্সের সাথে সাপোর্ট হিসেবে আপনারা লাইভ সেশন পাবেন,যেখানে আপনি আপনার ট্রেইনারকে প্রশ্ন সরাসরি আপনার প্রশ্ন করতে পারবেন


আপনি এই কোর্সে জয়েন করলে লাইফ টাইমের জন্য কোর্সের ভিডিও গুলো এক্সেস করতে পারবেন ।

না। আপনার জাভাস্ক্রিপ্ট নিয়ে আগে কাজ করার অভিজ্ঞতা না থাকলে  এই কোর্স আপনার জন্য না । এ কোর্সে আমরা কোন  জাভাস্ক্রিপ্ট ফান্ডামেন্টালস কনসেপ্ট ডিসকাস করব না। আপনি Mastering Javascript fundamentlas with projects  কোর্সটি  কমপ্লিট করে এই  কোর্সটিতে জয়েন করতে পারেন ।

আপনি এই কোর্সে জয়েন করলে প্রিমিয়াম ফেসবুক এবং স্কাইপ গ্রুপে জয়েন করতে পারবেন, যেখানে আপনি যে কোন সময়ে আপনার প্রশ্ন করতে পারবেন । সাথে সাথে আপনি লাইভ স্কাইপ সেশন গুলোতে জয়েন করে আপনার যে কোন প্রশ্ন ট্রেইনার কে সরাসরি জিজ্ঞাসা করতে পারবেন ।

এই কোর্স শেষ করার নির্দিষ্ট কোন সময় সীমা নেই। আপনি আপনার নিজের মত করে সময় নিয়ে নিজস্ব গতিতে কোর্সের ভিডিও গুলো দেখতে এবং শিখতে পারবেন ।

আপনি বিকাশ, নগদ অথবা রকেটে পেমেন্ট করে জয়েন করতে পারবেন ।  পেমেন্ট কমপ্লিট হওয়ার পর ক্রয়কৃত কোর্সটি আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন। আপনি দেশের বাহিরে থাকলে অথবা বিকাশ,নগদ,রকেটে পেমেন্টে অসুবিধা হলে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন । আন্তর্জাতিক স্টুডেন্টদের জন্য আমরা পেপাল,কার্ড এবং ব্যাংক পেমেন্ট রিসিভ করে থাকি ।

এই কোর্সে  টোটাল ৪ টা  প্রজেক্ট করে দেখানো হয়েছে  এবং প্রতিটা প্রজেক্টে নতুন  টপিকস কভার করা হয়েছে  । যেমন object oriented JavaScript, Asynchronous JavaScript programming, Design Pattern , REST API  প্রতিটা  কন্সেপ্ট কে  প্রজেক্টে এপ্লাই করে দেখানো হয়েছে।   কি কি টপিকস কভার করা হয়েছে ডিটেলস জানতে চাইলে  কোর্স  লেসন এবং টপিকগুলো দেখে নিতে পারেন

না । আপনি এই কোর্সের ভিডিও গুলো ডাউনলোড করতে পারবেন না । কোর্সের ভিডিও গুলো দেখার জন্য আপনার একটিভ ইন্টারনেট কানেকশন থাকতে হবে । পাইরেসি এভয়েড করার জন্য কোর্সের ভিডিও ডাউনলোড করা সম্পূর্ণ নিষেধ।

আপনি ওয়েবডেভেলপার বিডির অফিশিয়াল ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করে আপনার প্রশ্ন করতে পারেন ।

I am ready to buy this course